সোনা জিতে রেকর্ড গড়লেন দ্যুতি চাঁদ

ইতালির নেপোলিতে বিশ্ব ইউনিভার্সিটি গেমের ১০০ মিটার দৌড়ে প্রথম ভারতীয় হিসেবে দ্যুতি চাঁদ সোনা জিতে রেকর্ড গড়লেন। রেসে শুরু থেকেই তিনি লিড ধরে রেখেছিলেন। ২৩ বছরের দ্যুতি সোনা জিতলেন মাত্র ১১.৩২ সেকেন্ডে।

    চার নম্বর লেন থেকে দৌড় শুরু করেন দ্যুতি। ১০০ মিটার ফাইনালে উঠেছিলেন মোট আটজন প্রতিযোগী। সকলের মধ্যে স্টার্টিং সবচেয়ে ভালো হয় দ্যুতির। শুরুতে লিড নেওয়ায় ফিরে তাকাতে হয়নি তাঁকে। যদিও শেষের দিকে সুইৎজারল্যান্ডের দেল পোন্ট-কে সামলাতে হয়েছিল, তবে এটা তো স্বাভাবিক। সেই রুদ্ধশ্বাস সময়েই মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যে যখন অবিচল থাকা যায়, তখনই চূড়ান্ত সাফল্য আসে

ওড়িশার অ্যাথলিট এর আগে ১১.২৪ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেই সময়টাকে ছুঁতে না পারলেও আন্তর্জাতিক ইভেন্টে ১০০ মিটার দৌড়ে সোনা জিতে অবশ্যই ভারতকে গর্বিত করেছেন দ্যুতি।

       মঙ্গলবার ফাইনালে যোগ্যতা অর্জন পর্বে তিনি সময় নিয়েছিলেন ১১.৪১ সেকেন্ড। ফাইনালে উঠেও রেকর্ড করেছিলেন দ্যুতিপ্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবে এই প্রতিযোগিতার ফাইনালে যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। যদিও হিমা দাস গত বছর ট্র্যাক এন্ড ফিল্ডে বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা এনে দিয়েছেন ভারতকে। তবে সেটা ছিল ৪০০ মিটারের ইভেন্ট। এছাড়া এর আগে ২০১৫ ইউনিভার্সিটিতে শট পাট ইভেন্টে সোনা জিতেছিলেন ইন্দ্রজিৎ সিং। দ্যুতিকে এই সোনা জয় উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী এবং ক্রীড়ামন্ত্রী কিরণ রিজু। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...