সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। শুক্রবার সুপ্রিম কোর্টে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। ওইদিন বিদায়ী ভাষণে তিনি বিচারপতি হিসেবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
হাইলাইটসঃ
১। অবসর নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়
২। তিনি ভারতের ৫০তম প্রধান বিচারপতি
৩। পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেছেন তিনি
ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ভারতের ৫০তম প্রধান বিচারপতি। ৯ নভেম্বর ২০২২ সালে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং বোম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার সুপ্রিম কোর্টে তাঁর বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল সহ সেরিমোনিয়াল বেঞ্চের আইনজীবীরা। বিদায়ী ভাষণে কর্মজীবনের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন প্রধান বিচারপতি। এরপর কপালে হাত ঠেকিয়ে সকলকে নমস্কার জানিয়ে তিনি বলেন, যদি তাঁর কারণে কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গীর নানা মানুষ এই প্রতিষ্ঠানের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবেন।
জানা গেছে, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিন সঞ্জীব খান্না সম্পর্কে চন্দ্রচূড় জানান, “আমি জানি, আমার পরে যিনি আসবেন তিনি অত্যন্ত স্থিতধী, দৃঢ় - বিচারপতি খান্না, অত্যন্ত সম্মানিত, আদালত নিয়ে সচেতন এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীতে সমৃদ্ধ ব্যক্তি।”
ডি ওয়াই চন্দ্রচূড় নিজের কাজ দ্বারা বিচারব্যবস্থা এবং ন্যায়বিচারের প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছেন, একথা জানান তিনি। বিদায় নেওয়ার আগে তিনি বলেন, সেরিমোনিয়াল বেঞ্চে তালিকাভুক্ত হওয়ার আগেই তিনি যতটা বেশী সম্ভব মামলা শুনতে চান। এর মাধ্যমেই তাঁর বিচার জীবনের বিদায় চিরস্মরণীয় হয়ে থাকবে।