'দ্বিখণ্ডিত' হল শাশ্বতর জীবন

মুক্তি পেল নবীন পরিচালক নবারুণ সেন পরিচালিত নতুন বাংলা ছবি 'দ্বিখণ্ডিত'। বাংলায় এখন সাইকোলজিক্যাল থ্রিলারের রমরমা। 'দ্বিখণ্ডিত' সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই আলাদা পথে হাঁটে। এক মানসিক বিপর্যস্ত লেখকের জীবনের কথা বলে এই ছবি। লেখার মধ্যেই বসবাস লেখক কৌশিকের। চরিত্রের মধ্যেই তার চলন গমন। নিজের তৈরি চরিত্রের মধ্যে নিজেকেই খুঁজে পায় বা খুঁজে ফেরে সে। এহেন লেখকের চরিত্রে একদিন ঘটে আমূল পরিবর্তন। 'ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার' নামক রোগে ভুগতে শুরু করে সে। তাকে নিয়ে ঘোর বিপাকে পড়ে তার স্ত্রী সুমনা। সে চাকুরিরতা। ঘরের আর বাইরের কাজ একা হাতেই সামাল দেয় সে। তার উপরে স্বামীর অদ্ভুত আচরণে নাজেহাল সে। তাই শরণাপন্ন হয় দীপা নামের এক সাইকিয়াট্রিস্টের। তারপর কী হল তা জানতে হলে হানা দিতে হবে প্রেক্ষাগৃহে। মুক্তি পেয়েছে 'দ্বিখণ্ডিত'।

প্রিমিয়ারে হাজির ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (কৌশিক), অঞ্জনা বসু (সুমনা), সায়নী ঘোষ (দীপা), কৌশিক কর, পরিচালক নবারুণ সেন সহ আরও অনেকে।

পরিচালকের কাছে জানতে চাই, এই চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে কেন মনে হল? পরিচালকের এক কথা- "কোনও অভিনেতাকে ছোট না করেই বলছি, এই চরিত্রটার জন্য প্রথমেই শাশ্বত দার কথা মনে পড়েছে আমার। এমন একটা সিরিয়াস রোলে যার অভিব্যক্তি সবথেকে বেশি মিলতে পারে, তিনি শাশ্বত চট্টোপাধ্যায়। তাই আর অন্য কারো কথা মাথাতেই আসেনি।"

শাশ্বত চট্টোপাধ্যায় জানান- "পরীক্ষা দিয়েছি। আজ সেই পরীক্ষার ফলপ্রকাশ। টেনশনে আছি। আনন্দও কিছু কম হচ্ছে না।" তিনি মজা করে আরও বলেন, আজ আমি নিছকই এক দর্শক। শুনেছি ছবিটাতে নাকি শাশ্বত, অঞ্জনা, সায়নী, কৌশিক নামে কারা অভিনয় করেছে। দেখি তারা কেমন অভিনেতা-অভিনেত্রী।

শাশ্বতর কথার রেশ টেনে অঞ্জনা বসু জানান- "আমারও একই বক্তব্য, কেমন কী করলাম তা দেখব আজ। দর্শকের পাশে বসে দেখব এটা একটা বড় পাওয়া। দর্শকের ভাল লাগল নাকি মন্দ লাগল সেটা স্বচক্ষে দেখতে পাব। আমি এক্সাইটেড খুব।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...