ঘরের মাটিতে আবারও নিজেকে প্রমাণ করলেন ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চান্দ। শুক্রবার পাটিয়ালায় ইন্ডিয়ান গ্র প্রি এর মহিলাদের ১০০ মিটারের ইভেন্টে সোনা জিতলেন দ্যুতি।
শুক্রবার পাটিয়ালার নেতাজী সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস-এ আবারও দ্যুতি তার দুর্দান্ত গতির প্রদর্শন দেখিয়েছেন। মাত্র ১১.৪২ সেকেন্ডে তিনি এই ১০০ মিটার রেসটি জিতে নেন। এছাড়া রুপো জিতেছেন তামিলনাড়ুর অর্চনা সুসিনত্রান। এবং তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জেতেন পাঞ্জাবের মনবীর কৌর।
যদিও ১০০ মিটার রেসে দ্বিতীয় স্থানে শেষ করেছেন, কিন্তু ২০০ মিটার রেসে দুর্দান্ত পারফর্ম করে সকলের নজর কেড়ে নিয়েছেন অর্চনা। মহিলাদের ২০০ মিটারের ইভেন্টে তিনি কেরিয়ারের সেরা ২৩.১৮ সেকেন্ডে রেস শেষ করে সোনা জেতেন। কিন্তু তার এই দুর্দান্ত পারফর্মেন্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত সময়কে (২৩.০২ সেকেন্ড) টপকাতে পারেননি অর্চনা।
তবে এই প্রতিযোগীতায় বাংলার ঘরেও সাফল্য এসেছে। মহিলাদের ডিসকাস থ্রোয়ে ৫১.৪২ মিটার দুরত্বে ছুঁড়ে রুপোর পদক জেতেন বাংলার সুরভী বিশ্বাস।