শিশুদের সাবলম্বী করতে অভিনব রীতি ডাচ পরিবারে

রাত ১০টা। একটি গাড়ি এসে থামল জঙ্গলের ধারে। গাড়িটি থেকে নামল ৩টি শিশু। তার পর ঢুকে পড়ল সেই জঙ্গলে। গাড়িটি ধীরে ধীরে তার পর মিলিয়ে গেল দূরে।

কোনও ভূতের ছবির স্ক্রিপ্ট না। বরং এমনটাই রীতি ডাচ পরিবারে। রীতিটিকে ফল নামে ডাকা হয়। শিশুদের সাবলম্বী হতে হবে। জীবন যুদ্ধে জয়ের জন্য হতে হবে নির্ভয়। আর তাই বাবা-মায়েরা এভাবেই তাদের ছেড়ে দেন একলা। সমস্যাসঙ্কুল পরিবেশ থেকে কীভাবে তারা ফিরে আসছেন আবার, সেটাই চ্যালেঞ্জ।

রীতি মেনেই খুদেদের জঙ্গলে ছেড়ে যান বাবা-মা। জিপিএস হাতে তার পর এগিয়ে চললেন টিম-লিডার। তাকে অনুসরণ করলেন বাকিরা। কখনও অবশ্য দলনেতা নিজেই ছেড়ে দেন বাকিদের। ছেড়ে দেন যাতে বাকিরা নিজে থেকেই খুঁজে বের করতে পারেন রাস্তা। স্বাবলম্বী হতে পারেন আরও বেশি

ডাচ পরিবারের এমন অভিনব রীতি অনুসরণ করতে পারে বিশ্বের অন্যান্য জাতিও। আগামী প্রজন্মের বেড়ে ওঠার পথে এমন পদক্ষেপ সত্যিই শিক্ষণীয়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...