মহিলারা এমন কোনও কাজ নেই যেগুলো পারেনা। রান্না-বান্না থেকে শুরুর করে ব্যবসা করা, সবতেই তাঁরা ‘এক্সপার্ট’। এবার উদাহরণ দিতে দেখা মিলল এমনই একজন মহিলাকে। তিনি সীমা দত্ত চট্টোপাধ্যায়। সদ্য ‘দাদাগিরি’র মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই তিনি নজর কাড়েন সকল দর্শক সহ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর এমনই এক বিশেষত্ব রয়েছে যে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের থেকে তাঁর সাথে ছবি তুলতে চাইলেন।
সম্প্রতি 'দাদাগিরি'-র মঞ্চে এসেছিলেন, সীমা দত্ত চট্টোপাধ্যায়। জানা গিয়েছে তিনি দুর্গাপুরের মেয়ে। বিয়ে, সংসার সবকিছু সামলেও, নিয়মিত শরীর চর্চা করেন তিনি। এদিন মঞ্চে সৌরভের সামনে ‘ডেড লিফট’ করে দেখান তিনি। শুধু তাই নয়, ননস্টপ পুশ আপ দিতেও পারেন সীমা।
সীমা জানান যে ২০২২-তে এশিয়ান চ্যাম্পিয়ান হন তিনি। এরপর এশিয়া-প্যাসিফিক প্রতিযোগিতাতেও ৬টা সোনার পদক পান দুর্গাপুরের সীমা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত পাওয়ারলিফটের কমনওয়েলথ প্রতিযোগিতায় সোনার পদক জেতেন তিনি। একাধিক পদক নিয়ে আছেন তিনি।
সীমা দত্ত আরও জানান যে তাঁর জীবনের অন্যতম অনুপ্রেরণা হলেন বাংলার দাদা ওরফে সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যখন কলেজে পড়তেন তখন থেকেই সৌরভের ফ্যান হয়ে যান। সৌরভকে সীমা বলেছেন যে 'মাঠ আমায় ভীষণ টানে। দাদা আমি জানি, তোমাকেও মাঠ ভীষণ টানে। নাহলে ইডেনের মতো একটা অত বড় মাঠে ২১ পাক দেওয়া সম্ভব নয়। কোনও মানুষ পারে না।'
এই সমস্ত কথা শুনে প্রশংসায় ভরিয়ে দেন দূর্গাপুরের সোনার মেয়েকে। সংসার, ব্যবসা এবং তার সঙ্গেই নিজের প্যাশন- পাওয়ার লিফটিং। একসাথে সবটাকেই সামলাচ্ছেন তিনি। এরপরেই সৌরভ সীমার সাথে ছবি তুলতে চান। দেখা যায় এদিন মঞ্চে শাড়ি পড়ে ডেড লিফটিং করেন সীমা। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।