পুজোর শুরুতেই উপচে পড়া ভীড়! মায়ের দর্শনে মেতে উঠেছে শহরবাসী

গোটা বাংলা মেতে উঠেছে দুর্গাপুজোর আনন্দে! পঞ্চমীর দিনেই শহরে বইছে জনস্রোত। মন্ডপে মন্ডপে শুধু ভীড়ের ঠেলাঠেলি। ভিড়ে ঠাসা রাস্তা।

পঞ্চমীর রাতে শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে দেখা গিয়েছে উপচে পড়া সেই ভিড়। যদিও এই ভীড় শুরুই হয়ে গেছে মহালয়া থেকে। পাশাপাশি টক্কর দিচ্ছে দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল, সিংহী পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, নাকতলা সার্বজনীনের মতো জনপ্রিয় পুজো মন্ডপগুলি।

অন্যদিকে, উত্তর কলকাতাও কিছু বাদ যাচ্ছে না।  জনপ্রিয় পুজো মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ারেও দেখা যাচ্ছে সেই ভীড়। সোমবার এই পুজোর উদ্বোধনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শহরে মহালয়ার আগে থেকে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। মহালয়া পেরতেই অধিকাংশ পুজো খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। প্রতিপদ থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন মানুষজন। রাস্তায় উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। পুজো যত এগিয়ে আসছে ভিড় ততই বাড়ছে। এবারের পুজোয় মানুষের উন্মাদনা চোখে পড়ার মতই বটে। 

কলকাতার বড় পুজোগুলিতে কোন মণ্ডপে ঠাকুর দেখতে গেলে কত ক্ষণ লাইন দিতে হবে, কোথায় কত ভিড় হয়েছে, সরাসরি তা জানা যাচ্ছে কোলকাতা পুলিশের থেকে। জানা গিয়েছে যে, আগামী এক সপ্তাহ এই তথ্য কলকাতা পুলিশের ফেসবুক পেজে ‘লাইভ’ পাওয়া যাবে। কলকাতা পুলিশের ফেসবুক পেজে এই সরাসরি সম্প্রচার শুরু হয়েছে বুধবার অর্থাৎ চতুর্থীর রাত থেকে ।

কলকাতার বড় বড় ১৬ থেকে ১৭টি পুজোর তালিকা সেখানে দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে বুধবার রাত ৯টা ১১ মিনিটের তালিকা অনুযায়ী, আহিরিটোলায় এক মিনিট, বাবু বাগানে তিন মিনিট, বোসপুকুর তালবাগানে চার মিনিট, চেতলা অগ্রনীতে নয় মিনিট, কলেজ স্কোয়ারে নয় মিনিট, দেশপ্রিয় পার্কে ১০ মিনিট, একডালিয়া এভারগ্রিনে ছয় মিনিট, কুমোরটুলি পার্কে ছয় মিনিট, মুদিয়ালি ক্লাবে এক মিনিট, নাকতলা উদয়ন সঙ্ঘে দুই মিনিট, সন্তোষ মিত্র স্কোয়ারে ১৮ মিনিট, শিবমন্দিরে ছয় মিনিট, সিংহী পার্কে দুই মিনিট, সুরুচি সঙ্ঘে ১৬ মিনিট, টালা প্রত্যয়ে ১৫ মিনিট এবং ত্রিধারা সম্মিলনী ছয় মিনিট করে লাইন দিতে হয়েছে। এতক্ষণ অপেক্ষা করেই দর্শনার্থীরা মন্ডপে ঢুকে মায়ের দর্শন পাচ্ছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...