ঢাকে কাঠি পড়তে বাকি আর কয়েকটাদিন|আগামী ১৪ই জুলাই রথযাত্রা আর তার আগে মন্ডপে মন্ডপে শুরু হয়ে গেছে খুঁটিপুজো| সেভাবেই শুক্রবার হাওড়া সালকিয়ার ২-র পল্লী যজ্ঞেশ্বর স্মৃতি মন্দির উত্তম ঘোষ লেনের খুঁটিপুজো অনুষ্ঠিত হয়ে গেল| বিগত ৮৮ বছর ধরে এই পুজোর আয়োজন করছেন পল্লিবাসিবৃন্দ|এই বছর এই পুজো ৮৯বছরে পদার্পণ করবে|আগমনীর বার্তা বয়ে আনে সবার জন্য যে উৎসব তাতে আলো আর রঙের ছোঁয়া থাকতে বাধ্য| তাই এই বছরে তাদের থিম ‘‘রঙের খেলায় আলোর মেলায়’’| সাড়ম্বরে দুর্গাপূজা ছাড়াও তারা সামাজিক কর্মসূচিতেও অংশ নেয়|যে পুজো প্রবীনদের হাতে শুরু হয়েছিল তার দায়ভার বয়ে নিয়ে চলেছে নবীন প্রজন্ম|শুক্রবার তাদের খুঁটিপুজোর মুহুর্তে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা, হাওড়ার মেয়র পারিষদ শ্রী গৌতম চৌধুরী, ৬ নং মেয়র পারিষদ বানীসিংহ রায়|বাংলার বিশিষ্ট ফুটবলার সৌরাশীষ লাহিড়ি, পুজো কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে ও সাহচর্যে এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে ওঠে|