সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটির পুজো থিম 'নারায়ণে নারায়ণী'

প্রতি বছরে নতুন রূপে সেজে ওঠে বাঙালির মা দুর্গা। আর মায়ের এই সাজ দেখতেই প্রতি বছর বহু মানুষ ভিড় জমান মন্ডপে মন্ডপে। শহরের এই পুজো মন্ডপগুলো সাজিয়ে তোলে পুজো কমিটিগুলো। তাদের মধ্যেই অন্যতম হল সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটি। থিম পুজো হিসেবে প্রতি বছরই দর্শনার্থীদের জন্য চমক থাকে এখানকার পুজোতে। এবছর তাদের পুজো থিম হল 'নারায়ণে নারায়ণী'। বাংলা তথা ভারতবর্ষের জনপ্রিয় কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। সম্প্রতি আমারা হারিয়েছি তাঁকে। কিন্তু তাঁর কালজয়ী কার্টুন চরিত্র চিরকাল থেকে যাবে আমাদের স্মৃতিতে। তাই তাঁকে ও তাঁর কাজকে শ্রদ্ধা জানাতেই এবছর দুর্গা পুজোর থিম করেছে সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটি। তাদের পুজো মন্ডপেই দেখা মিলবে নারায়ণ দেবনাথের তৈরি বহু জনপ্রিয় চরিত্রের।

নারায়ণ দেবনাথের তৈরি কার্টুন চরিত্রগুলোর দেখা পেতে আসতেই পারেন সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটির পুজো মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...