সন্তোষপুর লেকপল্লী পুজো কমিটি পুজো থিম এবার 'যাপনচিত্র'

র্গা পুজো মানেই খাওয়া দাওয়া আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা। এই সময়ে কলকাতা শহরের বহু পুজো কমিটি দুর্গা পুজো উদযাপন করে। তাদের মধ্যেই অন্যতম হল সন্তোষপুর লেকপল্লী পুজো কমিটি। এবছর তাদের ৬৫ তম দুর্গা পুজোতে থিম 'যাপনচিত্র'। যেখানে তাদের দেবী মূর্তিটি তৈরি হয়েছে ফাইবার দিয়ে এবং মন্ডপটি নির্মাণ করা হয়েছে লোহা দিয়ে। প্রায় দুবছর আগেই তাদের এই ভাবনা চিন্তা উপর মন্ডপ নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সেই ভাবনাকে আর বাস্তবায়ন করা সম্ভব হয়েনি। তবে এবছর তাদের সেই ভাবনাকে সকলের কাছে তুলে ধরতে চলেছেন। লোহার তৈরী মন্ডপ নজর কাড়বে দর্শনার্থীদের।

'যাপনচিত্র' থিমের উপর নির্মিত সন্তোষপুর লেকপল্লী পুজো কমিটির মন্ডপ ও দুর্গা প্রতিমা দর্শন করতে এবছর আসতেই পারেন এখানে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...