সাহাপুর মিতালী সংঘের পুজোয় থিম ‘নারায়ণ দেবনাথ’

আদিকাল থেকে গ্ৰাম বাংলার উৎসব মানেই দুর্গা পুজো। বছরের এই চার দিন বাঙালির জীবনে এক খুশির আমেজ নিয়ে আসে। নতুন নতুন জামাকাপড়, সাজগোজ ছাড়াও আরও কত কিছু। তবে পুজোর এই কয়েকদিন আরও উজ্জ্বল ও আলোকিত করে তোলে শহরের পুজো কমিটি ও ক্লাবগুলো। তাদের প্রচেষ্টায় প্রতি বছর নতুন রূপে সেজে ওঠে দেবী ও পুজো মন্ডপ। এমনই এক পুজো কমিটি হল সাহাপুর মিতালী সংঘ। এবছর তারা দুর্গা পুজো উদযাপনের মধ্যে দিয়ে বাংলার জনপ্রিয় কমিক্স শিল্পী প্রয়াত নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই মতোই গড়ে ওঠে তাদের পুজো মন্ডপ ও দুর্গা প্রতিমা। বর্তমান সময়ের শিশুদের মধ্যে কমিক্স পড়ার সেভাবে চল নেই বললেই চলে। তাই তাদের সামনে বাংলার এই খ্যাতনামা শিল্পীর কাজকে তুলে ধরার চেষ্টা করেছে সাহাপুর মিতালী সংঘ।

সাহাপুর মিতালী সংঘের পুজো ও থিম দেখতে এবছরের দুর্গা পুজোয় আসতেই পারেন দক্ষিণ কলকাতার জনপ্রিয় এই পুজো কমিটির।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...