পল্লিবাসী দুর্গোৎসব কমিটির শারদ উৎসবের শ্রদ্ধার্র্ঘ্য 'সত্যজিৎ'

বাঙালির সার্বজনীন দুর্গোৎসব এখন বিশ্বজনীন। গত বছর ইউনেস্কোর দেওয়া স্বীকৃতির পর থেকেই দুর্গা পুজো উদযাপন নিয়ে উৎসাহ। দুর্গা পুজো মানেই কাশফুল আর অপু  দুর্গার টান. এ বছর পল্লিবাসী দুর্গোৎসব শ্রদ্ধা জানাচ্ছে সেই দৃশ্যের স্রষ্টাকে । তাদের এবছরের থিম হয়েছে বাংলা তথা ভারতীয় সিনেমা জগতের কালজয়ী পরিচালক সত্যজিৎ রায়কে নিয়ে। এবছর তাদের ৫২তম বর্ষ উপলক্ষে সত্যজিৎ রায়কে নানাভাবে তুলে ধরেছেন তারা। তাঁর শিল্প থেকে ক থা সবাই থাকছে সেখানে।

সত্যজিৎ রায়ের সার্ধশতবর্ষ উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে তার কিছু কর্মকান্ডকে দুর্গা পুজো উদযাপনের মধ্যে দিয়ে সকল বাঙালির কাছে তুলে ধরেছে পল্লিবাসী দুর্গোৎসব কমিটি। এবছর তাদের পুজো দেখতে আসতেই পারেন এখানে

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...