হাতে গোনা আর কিছু দিন পরেই বাঙালির প্রিয় মা দুর্গার আগমন হতে চলেছে। প্রতি বছরই দুর্গা পুজোর এই পবিত্র উৎসবে মেতে ওঠে বাঙালি। আর বাঙালির এই পুজোকে আরও উজ্জ্বল করে তোলে শহরের ক্লাব ও পুজো কমিটিগুলো। শহরের এমনই এক পুজো কমিটি হল নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব কমিটি। বহু জনপ্রিয় শিল্পীর কাজকে এই নিজেদের পুজো মন্ডপে তুলে ধরেছেন তারা। এবছর তাদের দুর্গা মন্ডপ তৈরি হয়েছে আপাত বাতিল সামগ্রী দিয়ে। বাতিলকেই কী করে আবার কাজের করে তোলা যায় এবং তা কতটা শৈল্পিক হয়ে উঠতে পারে সেটাই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। পরিবেশ দূষণ নিয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছেন তারা।
তাদের এই পুজো দেখতে চলে আসতেই পারেন সন্তোষপুর আদি দুর্গোৎসব কমিটির দুর্গা মন্ডপে।