ঢাকুরিয়ার প্রগতি সংঘের পুজো থিম এবার 'বন্ধন'


এক বছরের অপেক্ষার পর আবার ঘরে ফিরছে বাঙালির মা দুর্গা। বাকি আর মাত্র ১১ দিন। তাই জোর  কদমে পুজোর প্রস্তুতি চলছে।  প্রতি বাচর যে সমসমস্ত পুযেও প্যান্ডেল দর্শনার্র্থীদের অবশ্যই দেখার লিস্টে থাকে  তাদের মধ্যেই অন্যতম হল ঢাকুরিয়ার প্রগতি সংঘ।
 কোভিড আতঙ্ক কাটিয়ে আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে সারা বিশ্ব। মানুষের জীবনের যে মেলবন্ধন হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে এসেছে। মানুষের জীবনের সেই মেলবন্ধনে কথা ভেবেই এবছর ঢাকুরিয়ার প্রগতি সংঘের থিম পুজোর নাম দেওয়া হয়েছে 'বন্ধন'। বাংলার শিল্প ও শিল্পীদের কাজকে সকলের কাছে তুলে ধরতে এই প্রয়াস তাদের।

ঢাকুরিয়ার প্রগতি সংঘে এই মন্ডপ পরিদর্শন করতে আসতেই পারেন এখানে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...