দক্ষিণ কলকাতা তরুণ সমিতির এবছরের পুজো থিম 'মুক্তি'

মহামারীর অন্ধকার কাটিয়ে সারা বিশ্বে নতুন আলোর সূচনা হয়েছে। আর এই মহামারীর পরিস্থিতির কারণে বাঙালির প্রিয় দুর্গা পুজো উদযাপনের সময়েও বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে এবছর জাঁকজমকভাবে দুর্গা পুজো উদযাপন করছে বাংলার বহু জনপ্রিয় ক্লাব। তাদের মধ্যেই অন্যতম হল দক্ষিণ কলকাতা তরুণ সমিতি। বিগত  ৮৬ বছর ধরে তারা দুর্গা পুজো উদযাপন করে আসছে।  এবার তাদের দুর্গা পুজোর থিম হল 'মুক্তি'। তবে শুধু মাত্র দুর্গা পুজো উদযাপনের পাশাপাশি ঐ এলাকায় যারা আর্থিক সংকটে ভুগছেন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ক্লাবের সদস্যরা।

'মুক্তি'র ভাবনা নিয়ে যে এই দুর্গা পুজো উদযাপন কেমন হতে চলেছে তা একবার দেখে আসতে পারেন দক্ষিণ কলকাতা তরুণ সমিতির পুজো মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...