এপার বাংলা হোক বা ওপার বাংলা পুজোর সাজে ওঠে সারা বিশ্বের অসংখ্য বাঙালি। তবে বাঙালির এই পুজো শুধু মাত্র উৎসব নয়, শিল্পীদের কাজকে সকলের সামনে তুলে ধরার একটি মাধ্যম। আর শিল্পীদের এই কাজকে তুলে ধরার দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে শহরের পুজো কমিটিগুলো। শহরের এমনই একটি জনপ্রিয় পুজো কমিটি হল বাদামতলা আষাঢ় সংঘ। প্রতি বছরই কোন না কোনও চমক থাকে তাদের পুজোতে। এবারও অভিনব একটি পুজোর থিম করেছেন তারা। যার নাম 'পদাঙ্ক'। ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর। শৈশব-কৈশোর-যৌবন-বার্ধক্য এই কালচক্রে চলেছে আমাদের জীবন। আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো তখন শুধু পড়ে থাকবে আমাদের পদাঙ্ক বা পায়ের ছাপ। আর বিষয়ের উপরেই তৈরি হয়েছে বাদামতলা আষাঢ় সংঘের পুজোর থিম।
এবছর দুর্গা পুজোয় 'পদাঙ্ক' থিমের উপর নির্মিত বাদামতলা আষাঢ় সংঘের পুজো দেখতে আসতেই পারেন তাদের মন্ডপে।