ওড়িশার রঘুরাজপুরের আদলে সেজে উঠেছে অরবিন্দ সেতু সর্বজনীনের দুর্গা মন্ডপ

বাঙালির দুর্গা পুজো এখন শুধু মাত্র উৎসব নয়,  শিল্পীদের কাজকে তুলে ধরার একটি অন্যতম মাধ্যম। তবে এবছর বাংলার নয়, ওড়িশার রঘুরাজপুর গ্রামের পট শিল্পকে সকলের কাছে তুলে ধরতে চলেছে কলকাতার অরবিন্দ সেতু সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর এই রঘুরাজপুর গ্রামের আদলেই সেজে উঠছে কলকাতার অরবিন্দ সেতু সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মন্ডপ।  তাদের পুজোর থিমের নাম 'বহন'। বহুকাল ধরেই ওড়িশার রঘুরাজপুর গ্রামটি ঐতিহ্যবাহী শিল্পকলার পটভূমি রূপে পরিচিত। কিন্তু এখনও বহু মানুষ সেই গ্ৰামের শিল্প ও শিল্পীদের জীবন সম্পর্কে অনেক কিছুই জানে না। অরবিন্দ সেতু সর্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গা পুজো উদযাপনের মধ্যে দিয়ে রঘুরাজপুরের শিল্পীদের ঐতিহ্যবাহী শিল্পকর্মকে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করেছে।

রঘুরাজপুর গ্ৰামের এই শিল্পরীতি নিজের চোখে দেখে নিতে চলে আসতেই পারেন উত্তর কলকাতার অরবিন্দ সেতু সর্বজনীনের দুর্গা মন্ডপে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...