অশ্বিনী বন্ধুমহল ক্লাবের দুর্গা পুজোর থিম এবার 'ভাগাড়ের মা'

ঢাকের শব্দ আর ঝলমলে লাইটের আলোয় সেজে উঠতে চলেছে এই শহর। কারণ এসে গিয়েছে বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো। তাই জোড় কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শহরের বড় বড় ক্লাবগুলোতে। পিছিয়ে নেই বাগুইআটির অশ্বিনী বন্ধুমহল ক্লাবও। এবছর তাদের পুজো থিম 'ভাগাড়ের মা'। তারা দুর্গা পুজোর এই থিমের মাধ্যমে সম্মান জানিয়েছে সমাজসেবী পাপিয়া করকে। বহু অনাথ শিশুর দেখাশোনার দায়িত্ব নিয়েছেন তিনি। তাই 'ভাগাড়ের মা' থিম পুজোর মাধ্যমে পাপিয়া কর ও তার কর্মকাণ্ডকে তুলে ধরার প্রয়াস নিয়েছে অশ্বিনী বন্ধুমহল ক্লাব। সমাজসেবী পাপিয়া কর ও শিশুদের মুখে হাঁসি ফোটাতে তাদের তৈরি একটি দেবী মূর্তিকে অশ্বিনী বন্ধুমহল ক্লাবের পুজো মন্ডপে প্রতিষ্ঠা করা হয়েছে।

তাদের এই থিম পুজো দেখতে এবছর চলে আসতে পারেন বাগুইআটির অশ্বিনী বন্ধুমহল ক্লাবে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...