Durga Puja 2025: পরের বছর দুর্গাপুজা কবে? জেনে নিন সম্পূর্ণ তথ্য

এইবছরের মতো দুর্গা পুজোর উৎসব শেষ হয়েছে। চারদিন ধরে মায়ের আরাধনায় মেতেছিল উৎসবপ্রেমী সাধারণ মানুষ। কিন্তু সব শেষে চোখের জলে যত্নে সাজানো মায়ের দুর্গাপ্রতিমা বিসর্জন গেছে। সবার মনে একটাই কামনা, আসছে বছর আবার ফিরে এসো মা। কিন্তু ২০২৫ সালের দুর্গাপুজো কবে পড়েছে? আর কতদিন উমার আগমনের অপেক্ষায় থাকতে হবে? সেই প্রশ্ন মনে উঁকি দিচ্ছে। একনজরে দেখে নিন ২০২৫ সালের পুজোর সূচি।

পরের বছরের পুজো বিগত কিছু বছরের মতন অক্টোবরে নয়, বরং কিছুটা এগিয়ে এসেছে পুজোর তারিখ। আগামী বছরে মহালয়া ২১ সেপ্টেম্বর, অর্থাৎ সেই হিসেবে ষষ্ঠী ২৮ শে সেপ্টেম্বর এবং দশমী পড়েছে ২রা অক্টোবর। অর্থাৎ ২০২৪ সালে যে দিনে মহালয়া পড়েছিল, পরের বছর সেই দিনেই পুজো শেষ হবে। তবে তিথি অনুযায়ী এই বছর অষ্টমী ও নবমী একই দিনে পরেছিল, তাই ছুটি কাটানোর হিসেব থেকে একদিন কমে গেছিল উৎসবপ্রিয় মানুষদের। তবে পরের বছর সেই চিন্তা নেই। ষষ্ঠী থেকে দশমী, প্রতিদিনই উৎসবের আমেজে মশগুল হতে পারবে বাঙালি।

২০২৫ সালের পুজোর সূচি:
মহালয়া: ২১ সেপ্টেম্বর (রবিবার)
ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর (রবিবার)
সপ্তমী: ২৯ সেপ্টেম্বর (সোমবার)
অষ্টমী: ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)
নবমী: ১ অক্টোবর (বুধবার)
দশমী: ২ অক্টোবর (বৃহস্পতিবার)
লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর (সোমবার)
কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার)
ভ্রাতৃদ্বিতীয়া: ২২ অক্টোবর (বুধবার)

এটা শেয়ার করতে পারো

...

Loading...