Durga Puja 2024: পঞ্জিকা অনুযায়ী এই বছর দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি কখন?

দুর্গা পুজো বাঙালির আবেগ ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এই সময় এই পুজোর সাথে জড়িত প্রতিটা মানুষ আনন্দে মেতে ওঠে। তবে এবার পুজোর সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। দুর্গা পুজোর সময়সারণী এবং এর সাথে সম্পর্কিত নিয়মগুলি সাধারণত পঞ্জিকার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। তবে ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ হলো আন্তরিকতা এবং ভক্তিভাবে দেবীর কাছে প্রার্থনা করা। এই বছর অষ্টমীর অঞ্জলি থেকে পুজোর সমস্ত সময় বিস্তারিত জেনে নিন।

কোচবিহারের রাজ পুরোহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন, এবার পঞ্জিকা অনুযায়ী অষ্টমী ও নবমী একদিনেই পড়েছে। এ কারণে দু'দিনের পুজোর মাঝে অঞ্জলি সম্পন্ন করতে হবে। এবার অষ্টমীর সন্ধিপুজো হবে সকালে, আর অঞ্জলি দিতে হবে তার আগেই। ১১ অক্টোবর সকালে অষ্টমীর সন্ধিপুজো নির্ধারিত রয়েছে, এবং সেই দিন কয়েক ঘণ্টার মধ্যেই তিথি শেষ হয়ে যাবে। সন্ধিপুজো শেষ হওয়ার পরই মহানবমী পুজো শুরু হবে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, অষ্টমীর সন্ধিপুজোর সময় নির্ধারিত হয়েছে বেলা ১১টা ৪৩ মিনিটে। এই পঞ্জিকা অনুযায়ী, পুজো এবারও চার দিন ধরে চলবে, অর্থাৎ মহাপঞ্চমী থেকে শুরু করে মহাদশমী পর্যন্ত পূজা চলবে। কিন্তু গুপ্ত প্রেস পঞ্জিকার মতে, সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো শেষ হয়ে যাবে। তাই ভক্তদের জন্য অষ্টমীর অঞ্জলি সন্ধিপুজোর আগেই দিতে হবে।

পঞ্জিকা অনুযায়ী সময়ের পরিবর্তন অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে। তবে বিভিন্ন পঞ্জিকার নির্দেশনা অনুসারে পূজা পালনের রীতি বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার অনুসারীরা বিশ্বাস করেন যে, নির্দিষ্ট সময় অনুযায়ী পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর ফলে দেবী দুর্গা তুষ্ট হন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...