Durga Puja 2024: এই বছরে মা দুর্গার আগমন ও গমন কীভাবে? জেনে নিন

দুর্গাপুজোর আর মাত্র কিছুদিন বাকি। তাই সাজো সাজো রব পড়ে গেছে চারিদিকে। মা দুর্গা, তার চার সন্তান ও তাদের বাহন নিয়ে আসবেন বাপের বাড়ি মর্ত্যধামে - এই ভাবনা থেকেই প্রত্যেক বছর পূজিত হন মা দুর্গা। মহাষষ্ঠী থেকে মহাদশমী অবধি আপামর বাঙালি মেতে উঠে আনন্দে। পুজোর এক সপ্তাহ আগে হয় মহালয়া। এরপর ধীরে ধীরে ঢাকের বাদ্যের সাথে কাশফুলের গন্ধ মিশে যেতে থাকে শরতের হাওয়ায়। অপেক্ষার অবসান হয় মায়ের আগমনের।

হাইলাইটসঃ

১। ২০২৪ সালের মহোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি

২।  এবার মায়ের আগমন হবে দোলায়, যা দুর্ভোগের সংকেত দেয়।

৩। মায়ের গমন হবে হাতিতে, যা সমৃদ্ধি এবং ভালো ফসলের প্রতীক

তবে শুধু আনন্দই নয় অনেক নিয়ম ও নিষ্ঠা মেনে পূজিত হন মা দুর্গা। মায়ের আগমন হয় এক যানে করে এবং মা গমন করেন অন্য যানে। আর তার উপরে নির্ভর করে কিছু প্রচলিত মত ও বিশ্বাস। চলতি বছরে দেবীর আগমন ও গমন কীভাবে জানেন কী?

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে মা দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। হিন্দু শাস্ত্রমতে প্রচলিত রয়েছে, পালকিতে দেবী দুর্গার আগমনের ফলে মহামারী ও দুর্ভোগ দেখা দেয়।

কিন্তু আশ্বাসের বিষয়, এইবছর পুজোর শেষে মা গমন করবেন হাতির পিঠে চড়ে। শাস্ত্রমতে হস্তিতে গমন হলে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে ওঠে। ভালো ফসল উৎপাদন হয় ও চারিদিক সবুজে ভরে ওঠে। এই ফল খুব শুভ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...