মায়ের হাতের ছোঁয়ার মতন অনন্য আর কিছুই নেই পৃথিবীতে। আর সেই মায়ের মুর্তিই যদি অন্য মায়েদের হাতে তৈরি হয়? তবে তার সৌন্দর্য, আকার ও রূপ ছড়িয়ে পরে প্রতিমা জুড়ে। আর এই কাজই করে চলেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার চিলাখানা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা।
হাইলাইটস:
১। চিলাখানা গ্রামের মহিলারা মা দুর্গার প্রতিমা নির্মাণ করেন
২। ১২ টি পরিবার মিলে এই কাজ করেন
৩। পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও বিগ্রহের অর্ডার আসে তাদের কাছে
এই এলাকার মোট ১২ টি পরিবার প্রতিবছর বংশপরম্পরায় মা দুর্গার প্রতিমা নির্মাণ করেন। এই পরিবারের মোট ২৯ জন মহিলা দিনরাত এক করে এই নির্মাণকাজ চালিয়ে যান। এইসময় চিলাখানা গ্রামে ঢুকলেই দেখা যাবে কাঠামো গড়ার ছাউনি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এই কাজে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে চক্ষুদান, সমস্তটাই করেন মহিলারা। তারা কাজের মধ্য দিয়েই পুজোর আনন্দ উপভোগ করতে শুরু করেন। তাই তাদের হাতের কাজে মুগ্ধ হয়ে প্রতিমার অর্ডার আসে ভুরিভুরি।
এইসময় ছোট বড় মিলিয়ে প্রায় ৩০০-৩৫০ গুলি মূর্তি তৈরি হয় তাদের হাতে। তবে শুধুমাত্র কোচবিহার নয়, পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও প্রচুর বিগ্রহের অর্ডার আসে। সেখানেও যোগান দিতে হয় প্রতিমা। এ বিষয়ে মহিলা প্রতিমা শিল্পী অঞ্জনা পাল ও যমুনা পাল জানিয়েছেন, এই কাজে পুরুষরা শুধুমাত্র হাত লাগায় মূর্তির কাঠামো নির্মাণের ক্ষেত্রে। এছাড়া বাকি সম্পূর্ণ কাজ করেন মহিলারা। তাদের হাতের নিখুঁত কাজের জন্য এই বছর মূর্তির চাহিদা অনেকটাই বেড়েছে। তাই অর্ডারও আসছে বেশি। কিন্তু শুধু প্রাচীন কারুকাজেই আটকে নেই শিল্পীরা, যুগের সাথে পাল্লা দিয়ে কাজে এনেছেন আধুনিকতার ছোঁয়া। তাই সব মিলিয়ে অর্ডার শেষ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই মৃৎশিল্পীদের।