বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং সেই পার্বণের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গাপূজা।
তবে বর্তমান কিছু সময় ধরে, সবচেয়ে উচ্চতা সম্পন্ন দেবতার মূর্তি বানানোর রেওয়াজ শুরু হয়েছে এই পুজোকে ঘিরে। নদীয়ার রানাঘাট এলাকাও এই বিষয়ে এবছর অগ্রণী ভূমিকা পালন করছে।
জানা গেছে, রানাঘাটের কামালপুর এলাকায় তৈরি হচ্ছে সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা। এই প্রতিমা সম্পূর্ণ নির্মাণ হবে ফাইবার দিয়ে এবং প্রতিমার প্রাথমিক উচ্চতা হবে আনুমানিক ১১১ ফুট। তবে এবিষয়ে পুজো কমিটির আধিকারিকদের বক্তব্য, মূর্তির সম্পূর্ণ নির্মাণ শেষ হলে এই উচ্চতা আরো বাড়তে পারে।
আনন্দের নগরী কলকাতা ইতিমধ্যেই এমন উঁচু দুর্গা প্রতিমা গড়ার উদাহরণ রেখেছে পুজোপ্রেমীদের কাছে। ২০১৫ সালে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো, দেশপ্রিয় পার্কের দুর্গাপূজায় প্রায় ৮৮ থেকে ১০০ ফুট উচ্চতা সম্পন্ন দুর্গা প্রতিমা নির্মিত হয়েছিল। এই প্রতিমা দেখতে আসা মানুষের ঢল ছিলো চোখে পড়ার মতন। পুজোয় সর্বমোট খরচ হয়েছিল প্রায় ২৫০ কোটি টাকা।
আর এবার, ২০২৪ সালের দুর্গাপুজোয় এমনই এক নজির গড়তে চলেছে রানাঘাট। পুজোর ৩ মাস আগে থেকেই সেখানে শুরু হয়ে গেছে প্রতিমা নির্মাণের কাজ৷ এলাকার প্রায় দুই বিঘা জমির উপর বাঁশের প্যান্ডেল তৈরি করা হয়েছে প্রতিমা গড়ার জন্য।
তবে, প্রস্তুতিপর্ব বা খরচ নয়, মূর্তি তৈরির অন্যতম এক অপরিহার্য দায়িত্ব পালন করেন কারিগর বা শিল্পীগণ। সূত্রের খবর, প্রায় ১০ জন সুদক্ষ মৃৎশিল্পীর নিরন্তর পরিশ্রম এবং অভিজ্ঞতার মিশেলে তৈরি হবে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা।
দেশ হোক বা বিদেশ, দুর্গাপূজার ছোঁয়া লাগেনি এমন বাঙালি মানুষ পাওয়া দুষ্কর। পুজোর আর মাত্র তিন মাস বাকি, মূর্তি বা প্যান্ডেল, সবেতেই অভিনবত্বর নজির রাখে বাঙালি। আর তাই এখন থেকেই শুরু হয়ে গেছে পুজোর জোরদার প্রস্তুতি।