অষ্টমীর অঞ্জলি নিয়ে কি বলছে শাস্ত্র? জেনে নিন এই বছরের দুর্গাপূজার অষ্টমীর দিনক্ষণ

দুর্গাপূজা হল বাঙালিদের কাছে একটি আবেগময় উৎসব। বিদেশ থেকে পাড়ায় ফিরে বাড়ির সবার জন্য নতুন জামাকাপড় কেনা, তারপর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে প্রতিমা দর্শন আর এই সবের মধ্যে যেটা না হল পুজো অসম্পন্ন, সেটা হল অষ্টমীর অঞ্জলি। এই অঞ্জলি না দিলে হয়? ছোট থেকে বুড়ো সবাই অঞ্জলি দেওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে।

শাস্ত্রে উল্লেখ আছে যে দুর্গাপূজার চার দিনের মধ্যে অষ্টমী তিথি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক তিথি। মা দুর্গা কৃপা করলে এই দিনে ভক্তদের সব ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়।

DSC_6163-2

বাংলার নিয়ম অনুযায়ী দুর্গাপুজো হয়ে পাঁচ দিনের। অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী। ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন হয়। তারপর সপ্তমী, অষ্টমী, নবমী তিনদিন দেবীর মূল পূজো হয়। এরপর সর্বশেষে দেবীর বিষর্জন। এই প্রত্যেকটি দিনে আলাদা আলাদা বৈশিষ্ঠ রয়েছে। যেমন সপ্তমীতে নবপত্রিকা স্নান। অষ্টমীতে কুমারী পূজো। নবমীতে সন্ধিপুজো। এই নিয়মেই চলে দুর্গাপুজো। অনেক জায়গায় সন্ধিপুজোর সময় বলিদান করা হয়। কিন্তু অঞ্জলি হয় অষ্টমীর দিনেই।

এই বছর অষ্টমী পড়েছে ২২-এ অক্টোবর। পঞ্জিকা মতে, ২১-এ অক্টোবর সন্ধ্যায় অষ্টমী তিথি পড়ে গিয়েছে। কিন্তু অষ্টমী শুরু হয় সূর্যোদয় হলে। তাই ২২ অক্টোবর ভোর ৫টা ৪০ মিনিটে পড়ছে তিথি। এই দিন বিকেল ৫টা ১৬ মিনিট পর্যন্ত চলবে এই তিথির সময়। সারাদিন পুজো করা যাবে। তবে পঞ্জিকায় যে ৯টা ২৭ অবধি অমৃতযোগের উল্লেখ রয়েছে। এর মধ্যেই অঞ্জলি সেরে নেওয়া উচিত। এই বছর কবে পড়েছে অষ্টমীর তিথি?

শাস্ত্র অনুযায়ী অষ্টমীর অঞ্জলি কিরকম হওয়া উচিৎ?

শাস্ত্র অনুযায়ী অষ্টমীর অঞ্জলি সকালবেলার মধ্যে করে নেওয়াই ভালো। শুদ্ধ বস্ত্র পড়ে ‘দুর্গা চালিশা’ পাঠ করলে দেবী কৃপা করেন। অষ্টমীর দিন দেবীর চরণে ১০৮টি লাল পদ্ম অর্পণ করলে এবং ১০৮ বার দেবীর নাম জপ করলে সংসারে সমৃদ্ধি আসবে বলে জানা গিয়েছে।

শুধু অষ্টমী নয়, সন্ধিপুজোও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দুর্গা পুজোয়। দেখা যায় অনেকেই সকাল থেকে উপোস করে থাকেন তারপর সন্ধি পুজো শেষ হলে প্রসাদ খান। গোটা পুজোর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব রয়েছে এই সন্ধিক্ষণে।

চলতি বছরে, সন্ধিপুজো শুরু হচ্ছে ২২ অক্টোবর বিকেল ৫ টা ১৬ মিনিটে এবং সেতা শেষ করতে হবে বিকেল ৫ টা ৪০ মিনিটের মধ্যে।

কি করা উচিৎ এই সন্ধি পুজোয়?

এই সময়ের মধ্যেই দ্বীপ প্রজ্জ্বলন,বলিদান সহ যাবতীয় আচার পালন করতে হবে। এছাড়া সন্ধিপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত পুজোটি দেখা খুব দরকার। এই দর্শন নাকি সৌভাগ্য বয়ে আনে।

সন্ধিপুজো হয়ে যাওয়ার পর দেবীর চরণ থেকে একটি পদ্ম ফুল এনে নিজের ঘরে রেখে দিলে দেবীর কৃপা পাওয়া যাবে। এই তিথিতে লাল বা হলুদ রঙের বস্ত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দুর্গাপুজোর সময় যে কোনও দিন বাড়িতে দক্ষিণ দিকে শঙ্খ প্রতিষ্ঠা করলে সংসারের মঙ্গল হয়। এটি অষ্টমী তিথিতে করলে খুবই শুভ বলে মনে করা হয়।

অষ্টমী তিথি যেমন দুর্গাপুজোর আনন্দের এক দিন, তেমনই এই তিথিতে নির্দিষ্ট নিয়ম পালন করলে সংসারে সুখ, সমৃদ্ধি আসবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...