২০২০ সালে মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজোর সপ্তমী। ২০২০ তে মহালয়া হবে ১৭ সেপ্টেম্বর। আর দুর্গাপুজোর সপ্তমী হচ্ছে ২২ অক্টোবর। রীতি অনুযায়ী মহালয়ার ৭ দিনের দিন সপ্তমী হয়। কিন্তু ২০২০ তে এই নিয়ম খাটছে না।শাস্ত্রকারেরা বলছেন, যে চান্দ্রমাস দুটো অমাবস্যা হয় সেই মাসকে মলমাস বলা হয়। ২০২০-র অশ্বিনমাস সেই হিসেবে মলমাস। মলমাসে কোনো শুভ কাজ হয় না। তাই দুর্গাপুজো পিছিয়ে গেল একেবারে ৩৫ দিন। অশ্বিন মাসের পরিবর্তে ২০২০ সালের দুর্গাপূজা হবে কার্তিক মাসে। ১৯৮২, ২০০১ এই দুবার মহালয়ার একমাস পর দুর্গাপুজো হয়েছিল। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে তাই ২০২০ সালে মহালয়ার ৩৫ দিন পর দূর্গা পুজোর সপ্তমী।
যেহেতু মহালয়া থেকে দেবীপক্ষ শুরু হয়ে যায়, তাই কলকাতার বনেদি বাড়িতে ঐদিন থেকে সাতদিন বাদ দিয়ে দেবী দুর্গার নিত্যপূজা হবে। তবে সেটা প্রথা মেনে নয়। তারপর মলমাস অতিক্রান্ত হলে ২২ অক্টোবর সপ্তমী পুজো দিয়ে ২০২০ সালের দুর্গাপুজো শুরু হবে। যা কিনা মহালয়ার ৩৫ দিন পর ও কার্তিক মাসে অনুষ্ঠিত হবে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এটা একটা বিরল ঘটনা। মলমাস কোনো শুভ কাজের পক্ষে প্রশস্ত নয়।