রেড ডেভিলদের দেশে যাচ্ছে কুমোরটুলির দূর্গা

হাওড়ায় তৈরী ফাইবারের দূর্গা মূর্তি চলতি মাসেই পাড়ি দিচ্ছে আয়ারল্যান্ড|এরপর কলকাতার চিরাচরিত পটুয়া পাড়া কুমোরটুলিতে তৈরী দূর্গা মূর্তি যাচ্ছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ বেলজিয়ামে|কলকাতার অলিতে গলিতে দেখা গেছে ব্রাজিল সমর্থকদের চিত্রটা, শিল্পী নিজেও একজন ব্রাজিল সমর্থক|তার তৈরী মূর্তি বেলজিয়াম যাচ্ছে ও তাতে উপার্জন হচ্ছে ঠিকই কিন্তু এসবের পরেও শিল্পী নিজে ব্রাজিল সমর্থক থাকবেন বলেই জানান|ঠাকুর তৈরির জন্য এই বছরের বিশ্বকাপ দেখা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়নি পটুয়াপাড়ার শিল্পীদের| সকাল সকাল ঠাকুর তৈরির কাজ শুরু করতে খানিক সমস্যা হত|কিন্তু শত ব্যস্ততার মধ্যেও সময় করে ব্রাজিলের খেলা দেখেছেন তিনি|ঠাকুর তৈরির কাজ শুরু হয়েছিল মে মাস থেকে|এখন চলছে মা-র মূর্তিতে শেষ মুহুর্তের তুলির টান|প্রতিমা তৈরী করতে লেগেছে দুমাস|বেলজিয়ামের বাঙালি অ্যাসোসিয়েশন এই নিয়ে দ্বিতীয়বার কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে যাচ্ছেন|কাজেই রেড ডেভিলদের  দেশে দূর্গা পাঠানোর প্রস্তুতি তুঙ্গে এখন কুমোরপাড়ায়|

এটা শেয়ার করতে পারো

...

Loading...