সাংসদদের জন্য বিলাসবহুল আবাসন

দিল্লির নর্থ অ্যাভিনিউতে নব নির্বাচিত সাংসদদের জন্য নতুন তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন। সরকারী খরচে তৈরি হচ্ছে ডুপ্লে ফ্ল্যাট। ৩৬ জন নতুন সাংসদ এখানেই থাকবেন। 

ফোর বেডরুম, মডিউলার কিচেন, লিফট ছাড়াও ফ্ল্যাটে থাকবে আলাদা অফিস এরিয়া। সমস্ত আবাসনের বারান্দা থেকে রাষ্ট্রপতি ভবন দেখে যাবে। থাকছে সোলার প্যানেল বন্দোবস্ত। 

কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আছে মূল দায়িত্বে। এই মাসের শেষেই কাজ শেষ হবে। সংসদের সেক্রেটারিয়েটের হাতে তুলে দেওয়া হবে আবাসন।

আবাসন তৈরিতে ব্যয় হয়েছে ৮০ কোটি টাকা। বরাদ্দ হয়েছিল ৯২ কোটি টাকা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...