দমদম পাক যুবক বৃন্দ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

ভোর বেলার শিশির ভেজা ঘাস, আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মায়ের আগমণী বার্তা। হাতে আর  মাত্র কয়েকটা দিন, তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে দুর্গা পুজোর আনন্দে। তাই জোরকদমে চলছে বিভিন্ন ক্লাবের প্রস্তুতী পর্ব।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষ্যে, আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার দমদম পাক যুবক বৃন্দের সদস্যবৃন্দ, রানা সেনগুপ্ত, প্রিয়া অধিকারী নায়েকঅন্তরা রায়চৌধুরী

এবছর ৫৩তম বর্ষে পদার্পন করল তাঁদের পুজো। প্রাথমিক ভাবে সাবেকি পুজো করে আসলেও প্রায় ১৯ বছর হয়ে গেল তারা থিম পুজোয় প্রবেশ করেছেন, তাই প্রতিবছরের মত এবছরও যে নতুন চমক থাকবে তা বলাই বহুল্য। তবে দম দম পার্ক যুবক বৃন্দের প্রধান আকর্ষণ হল তাদের উদ্বোধন।

কোনও বছর দুস্থ শিশুদের নিয়ে বা কোনও বছর প্যান্ডেল নির্মানকারীদের নিয়ে তৃতীয়ার দিন উদ্বোধন করে থাকেন তারা।  অষ্টমিতে সকল দর্শনার্থীদের জন্য থাকে ভোগের আয়োজন। একাদশী বা দ্বাদশীতে, সিদুঁর খেলার মধ্যে দিয়ে বিদায় জানানো হয় উমাকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...