দমদম পার্ক সার্বজনীন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

প্রায় ১০ লক্ষ বছর আগে শুরু হয়েছিল মানবজাতির পথচলা। আদিমানব রুপে বিশ্ব জুড়ে বিরাজ করে গেছে মানবজাতি। ঘটেছে অনেক পরিবর্তন, আগুন আবিষ্কারের সাথে সাথে এক মহা বিপ্লব ঘটিয়েছে আমাদের পূর্ব পুরুষরা। সময়ের অগ্রগতীর সাথে সাথে আধুনিক হয়েছে মানুষ। অসভ্য জাতী থেকে সভ্য হতে শিখেছে তারা। তবে এই এত বছরের পথচলায় তিনটি জিনিসের চাহিদা সবসময় ছিল মানুষের কাছে, যাকে মানুষের মৌলিক চাহিদা হিসাবে ধরা হয় যথা- খাদ্য, বস্ত্র ও বাসস্থান। এই তিনটি জিনিসের চাহিদায় আজও কর্মস্থলে ছুটে যায় মানবজাতি।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে, আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন দমদম পার্ক সার্বজনীন পূজা কমিটির, সভাপতি অশোক ব্যানার্জী, সম্পাদক মলয় দে ও থিম শিল্পী রাজু সরকার। সঞ্চালক ইকেবানার সাথে তাদের পুজোর ব্যাপারে জানলাম আমরাও। মানবজাতির মৌলিক চাহিদার ওপর ভিত্তি করে শিল্পী রাজু সরকারের ভাবনায় সেজে উঠছে তাদের ৬৮তম বর্ষের পূজা মন্ডপ। তৃতীয়ায়, উদ্বোধনের মাধ্যমে শুরু হবে তাদের দুর্গোৎসবের পথচলা। অষ্টমীতে পূজা কমিটির তরফ থেকে মহাভোজের আয়োজন করা হয় যেখানে দর্শনার্থী আর পল্লীবাসি মিলিয়ে প্রায় ৩ হাজার লোককে ভোগ বিতরণ করা হয়।

আর পাঁচটি ক্লাবের মত দমদম পার্ক সার্বজনীন থিম আর সাবেকী পুজোর মধ্যে ভেদাভেদ করে না তারা মনে করেণ, “সাবেকি যদি মা হয়, তাহলে তার সন্তান হল থিম”। তাই সাবেকিয়ানার ছত্রছায়ায় থিম পুজো করতে পেরে তারা যথেষ্ঠ উচ্ছ্বসিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...