এক অনন্য অস্ত্রোপচার হল লন্ডনের কিংস কলেজ হাসপাতালে। ব্রেন টিউমারের মত জটিল অস্ত্রোপচারের সময় রোগী ওটি টেবিলে শুয়ে বেহালা বাজালেন। নিবিষ্ট মনে বেহালা বাজাতে বাজাতেই হলো মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার। সদ্য একটি ভিডিও প্রকাশ্যে আসায় সকলে হতবাক হয়ে গেছে।
ডাগমার টার্নার নামে ৫৩ বছরের ওই রোগী কিংস কলেজ হাসপাতালের নিউরোসার্জন প্রফেসর কেউমার্স আশকানের তত্ত্বাবধানে ছিলেন। ডাগমারের মস্তিষ্কের ডান দিকে ফ্রন্টাল লোবের কাছে মারণ টিউমার বাসা বেঁধেছিল। যার জেরে চিরতরে অক্ষম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ওই রোগীর। আর কোনোওদিন বেহালা নাও বাজাতে পারতেন তিনি। তার কারণ মস্তিষ্কের যে অংশের মাধ্যমে মানব শরীরের বাঁ হাতের গতিবিধি নিয়ন্ত্রিত হয়, তার আশপাশেই আস্তানা বেধেছিল এই টিউমার। চিকিৎসকরা জানিয়েছেন, গত ৪০ বছর ধরে বেহালা বাজাচ্ছেন ওই মহিলা। বেহালাই তাঁর ধ্যান-জ্ঞান। তার ফলে তিনি বেঁচে থাকার অর্থই হারিয়ে ফেলতে পারেন, যা মানসিকভাবে যথেষ্ট অন্তরায় হয়ে দাঁড়াবে সঠিকভাবে সুস্থ হওয়ার ক্ষেত্রে।
সেই কারনে প্রফেসর কেউমার্স নতুন পন্থা বের করেছিলেন টিউমার অপারেশনের জন্য। মাথার খুলি খুলে যতক্ষন অপারেশন চলবে, রোগী বেহালা বাজাবেন, যাতে ডাক্তাররা বুঝতে পারেন বাঁ হাতের গতিবিধি। প্রাথমিকভাবে অপারেশন সফল হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন ৯০ শতাংশ টিউমার বাদ দেওয়া সম্ভব হয়েছে। মস্তিষ্কের যেসব জায়গায় মারাত্মক ক্ষতির সম্ভাবনা ছিল, সেই সব জায়গা এড়ানো সম্ভব হয়েছে। কাজেই এরপর ডাগমার নিশ্চিন্তে বেহালা বাজাতে পারবেন। খুশি ডাগমারও। ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।
Dagmar turner playing the violin 🎻 while she undergoes a brain surgery so she won't forget how to play the violin 😢#inspiredBydagmarturner #dagmarturner pic.twitter.com/KTmgR4k4o2
— Dagmar Turner (@SamuelChimmy) February 19, 2020