পুজোর আগে নিম্নচাপের ভ্রূকুটি, রাজ্যে আরও দুদিন বৃষ্টি চলবে

 

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের জেরে পুজোর মুখে রবিবার সকাল থেকে সারাদিনই দফায় দফায় কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। সোমবারও একই ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে আগামী ৪৮ ঘণ্টা এই নিম্নচাপের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪পরগনা সহ পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তবে তেমন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।

এবার রাজ্যে স্বাভাবিক সময়ের চাইতে প্রায় ২২ দিন পর বর্ষা এসেছে। সাধারণত এই রাজ্যের জলবায়ুর যা প্রকৃতি তাতে জুন মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে বর্ষা প্রবেশ করে। তাও এবার জুন মাসের শুরু থেকেই বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্মচাপ ও ঘুর্ণাবর্তের জেরে মৌসুমীবায়ু সক্রিয় হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল।বঙ্গোপসাগর উন্মুক্ত ছিল না, স্থলভাগের উত্তাপও বেশি ছিল। ফলে বর্ষাকালে যেভাবে বৃষ্টি হয় জুন মাসের শুরুর দিকে সেই বৃষ্টিপাতে বাধা সৃষ্টি হয়েছিল। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এখন রাজ্যে মৌসুমীবায়ু সক্রিয় রয়েছে। তাই একদিকে সক্রিয় মৌসুমী বায়ু অন্যদিকে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আাগামী আরও দুদিন বৃষ্টি হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...