মহানগরীর ওপর সতর্কতা বেশি জারী

কলকাতা মহানগরীর ওপর নজর তো সবাই রাখেন| জানেন এখানের অবস্থা কিরকম? জেনে নিন তাহলে, বুধবার 25শে জুলাই থেকে কলকাতায় শুরু হয়েছে আবারও বর্ষণ, এই দিন রাত থেকেই ভারী বর্ষণের সম্মুখীন হতে হলো কলকাতাবাসিদের| দৈনন্দিন ব্যস্ততার মাঝে এই বর্ষণ অনেকাংশেই সবার কাজে বাঁধা হয়ে দাঁড়ায়|

স্কুল, কলেজ, প্রাইভেট টিউশন ও অফিস, এমনকি দোকান-বাজার পর্যন্ত এই বর্ষণের থেকে রেহাই পাই না| উত্তর থেকে দক্ষিন সব জায়গাই এই বর্ষণে স্নান করে| বীরপারা, বেলগাছিয়া, মানিকতলা, তপসিয়া, উল্টোদাঙ্গা, ঠনঠনিয়া, দত্তবাগান, কালিঘাট, বালিগঞ্জ এমনকি সল্টলেক চত্তরে এই বৃষ্টি ঝাঁপিয়ে হয়েছে|

rainy-1

সুত্র থেকে জানা যায়, আগামী ২৪ঘন্টা কলকাতার উপকূল অঞ্চলে সতর্কতা জারী হয়েছে আবহাওয়া দপ্তর থেকে| বিশেষত মৎসজীবিদের ওপর এই সতর্কতা বেশি জারী হয়েছে, তাঁদের বলা হয়েছে জল থেকে দুরে থাকতে| 

এটা শেয়ার করতে পারো

...

Loading...