ভূমিকম্প টের পেল বাংলাদেশ। শনিবার, ২ ডিসেম্বর, অর্থাৎ আজ স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ বাংলাদেশের রাজধানী, ঢাকায় কম্পন অনুভূত করে মানুষেরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। উৎসস্থল ছিল বাংলাদেশের রামগঞ্জ।
জানা গিয়েছে, শুধু বাংলাদেশের রাজধানী ঢাকা নয়, কুমিল্লা, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙা, নোয়াখালি, কুষ্টিয়া এলাকাগুলিও এই কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে বাংলাদেশের প্রতিবেশী দেশ অর্থাৎ ভারত, সেখানকার কিছু জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
এই বিষয়ে সুত্র থেকে আরও জানা গিয়েছে যে কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে।
এই ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে রাজ্যে। এছাড়া বাংলাদেশ সংলগ্ন, পূর্বের জেলাগুলিতে ভূমিকম্প অনুভূত হয়।
তবে, যেহেতু ভূমিকম্পের মাত্রা মৃদু ছিল তাই কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এই বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্রের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমস্ত খবর জানিয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমের দ্বারা জানা গিয়েছে যে রাজধানী ঢাকা-সহ সে দেশের কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। অনেকেই ভূমিকম্পের সময় ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
অন্যদিকে পশ্চিমবঙ্গের দুর্যোগ ম্যানেজমেন্ট দফতর জানিয়েছেন যে রাজ্যের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিন শুধু বাংলাদেশ ও বাংলা নয়, লাদাখেও মৃদু ভূমিকম্প হয়েছে। জানা গিয়েছে শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছেন যে কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে।