রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

ভ্যাপসা গরমে কয়েকদিন ধরে নাজেহাল ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো। গত কয়েকদিনের বৃষ্টি তা থেকে কিছুটা রেহাই দিয়েছে। শনিবারও সারদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। তার প্রভাবে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা জুড়ে।নিম্ন চাপের কারণে শক্তিশালী হয়েছে মৌসুমী বায়ু। শনিবার সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গ সংলগ্ন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। আগামী চব্বিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনও পরিবর্তন ঘটবে না।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

পরবর্তী ২৪ ঘণ্টায় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অংশে অবস্থান করার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর । রাজস্থান থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে ওই মৌসুমী অক্ষরেখা।   

 

আগস্টের প্রথম সপ্তাহে কলকাআয় ৮৭.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা এই মরসুমের সাধারন বৃষ্টিপাতের তুলনায় ১০০.২ মিমি কম। অন্যান্য বছরগুলিতে জুন-জুলায় মাসে কলকাতায় ২৬৩.৯ মিমি বৃষ্টি হয়ে থাকে। কিন্তু এ বছর সেই অনুপাত ভয়ঙ্কর ভাবে কম। বৃষ্টির মরসুম পুরোপুরি শুষ্ক থাকায় চাষ-আবাদ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এই বছরের জুলাই কলকাতায় শুষ্কতম জুলাই হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া দপ্তর । ৩ অগাস্টের পর  দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে আগাম পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া

সেই হিসেবে সপ্তাহ শেষের এই বৃষ্টি আবহাওয়া দপ্তর এবং সাধার মানুষকে কিছুটা স্বস্তি দিল। সেই সঙ্গে কৃষকদেরও।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...