আগুন কোথায়,জানাবে ড্রোন

শহরে তথা রাজ্যে বেশ কিছু অগ্নিকান্ড ঘটে গেছে সম্প্রতি। তার মধ্যে কলকাতার বেশ কিছু অঞ্চলের অগ্নিকান্ড তো ভয়াবহ আকার নিয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে হিমশিম খেতে হয়েছে। ঠিক কোথায় কোথায় আগুন ছড়িয়ে পড়ছে তা নিচে থেকে অনুমান করা কঠিন। কিছু দিন আগে বাগড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এই সময় মার্কেটের ছয় তলাতে কোথায় কি রকম পরিস্থিতি তা জানতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। তাই এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে অর্থাৎ কোন জায়গায় আগুন লাগল এবং সেখানকার কি পরিস্থিতি তা জানতে ড্রোন কে কাজে লাগাতে চায় দমকল দফতর। এর পাশাপাশি কোনও  প্রাকৃতিক বিপর্যের পরে উদ্ধার কাজেও এই ড্রোনের সাহায্য নিতে চায় তারা। জানা গিয়েছে, এই সমস্ত দিকের কথা মাথায় রেখে দুটি ড্রোন কেনার দরপত্র আহ্বান করা হয়। ওই দুটি ড্রোন আসার পরে, দমকলের প্রতিটি ডিভিশনের জন্যই পৃথক ড্রোন কেনা হবে। এর জন্য কমরেডের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এই ড্রোনে থাকা ক্যামেরার ছবি সরাসরি কন্ট্রোল রুম থেকে দেখা যাবে। যা দেখে ওই পরিস্থিতিতে কর্মপদ্ধতি নির্ধারণ করতে সুবিধা হবে। এছাড়া বন্যার মত পরিস্থিতিতেও  কেউ আটকে আছে কিনা তা এই ড্রোন থাকলে জানতে সুবিধা হবে। এক কথায় ড্রোনের মাধ্যমে নিজেদের কাজকে আরও ত্বরান্বিত করতে চাইছে দমকল বাহিনী, যা অবশ্যই পরবর্তীকালে আরও ভালো ভাবে কাজ করতে সাহায্য করবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...