ইঞ্জিনে পাখির বাসা, ৪৫ দিন ট্রাক চালালেন না চালক

ট্রাকের ইঞ্জিনের কেবিনের পেছনে বাসা বাঁধে এক পাখি। সেখানে ডিমও পাড়ে পাখিটি। তাই ৪৫ দিন ট্রাক চালাননি চালক। পাছে ঝাঁকুনিতে ডিমগুলো ফেটে যায়। আর, অস্থির হয়ে পড়ে মা পাখি

অবশেষে ডিম ফেটে বেরিয়ে পড়ে তিনটি ছানা। মায়ের সাথে উড়েও যায় আকাশে। তা দেখে সপরিবারে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাহাতিন।   

বেনজির এই ঘটনাটি ঘটেছে তুরস্কের রাজধানী আঙ্কারার কাছেই এক শহরে। ট্রাক চালক ৪২ বছর বয়সী বাহাতিন গুরসির। তিনি আসাগি কাভুদরে শহরের বাসিন্দা। একমাত্র তাঁর আয়ের উৎস এই ট্রাক। তবু ডিমগুলির কথা ভেবে তা চালাননি তিনি ৪৫ দিন।

মূলত শহরগুলোতে মালামাল পরিবহনের কাজ করেন বাহাতিন। ঈদের ছুটিতে বাড়ির আঙিনায় ট্রাকটি পার্ক করে রেখেছিলেন তিনি। ফিরেই সেখানে ডিমগুলি দেখতে পান। তার পরেই সিদ্ধান্ত নেন, ট্রাক চালাবেন না তিনি। আত্মীয়দের সে কথা জানিয়েও দেন।

ঘটনায় আপামর দুনিয়ার পাখিপ্রে্দেমীর প্রশংসায় পেয়েছেন বাহাতিন। জানালেন, 'অবশেষে বাচ্চাদের নিয়ে উড়ে গেছে পাখিটা। দেড় মাস পর প্রথমবারের মতো আমি ট্রাক স্টার্ট দিলাম। এবার আমি আবার আয় করতে পারব। খুব ভাল লাগছে।'

পাখিগুলিকে আকাশে উড়ে যেতে দেখে উচ্ছসিত বাহাতিনের সন্তানেরাও। ছোট মেয়ে আয়সিমা জানালেন, ওরা বাসা না বানালে একসঙ্গে এত দিন বাবাকে কাছে পেতাম না আমি। তাই আরও খুশি'।'

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...