পুজোর ট্রেন্ডি পোশাক

সামনেই দুর্গাপূজাশপিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছেশপিং মল থেকে শুরু করে সাধারণ দোকান ভিড় চোখে পড়ছে ইতিমধ্যেইতার মধ্যেই  খোঁজ চলছে  জামাকাপড়ের নানা ট্রেন্ডের কোন ধরণের জামাকাপড় এইবছর ইন আর কোনধরনের জামাকাপড় আউট হলো এবার চলুন দেখে নেওয়া যাক তার সাথে কোন ধরণের পোশাক পরলে আপনাকে লাগবে স্টাইলিশ ট্রেন্ডি চলুন সেটাও জেনে নেওয়া যাক...............

শপিংয়ে গিয়ে কোনটা নেবেন আর কোনটা নেবেন না এই নিয়ে কনফিউজড হতে দেখা যায় অনেককেইতাই শপিংয়ে যাওয়ার আগে মাথায় রাখুন কিছু জিনিস বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন এমন কিছু টিপস যার ফলে আপনার শপিং করাও সহজ হবে আবার আপনাকে লাগবে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা চলুন সেই টিপসগুলো জেনে নেওয়া যাক............   

 

টিপস ১

জামাকাপড় কিনতে যাওয়ার আগেবার আগে একটা জিনিস মাথায় রাখুন তা হলো জামাকাপড়ের মাপ যেন একদম সঠিক হয় ফ্যাশন এক্সপার্টরা জানিয়েছেন, জামাকাপড় বেশি টাইট বা ঢিলা কোনোটিই সঠিকভাবে মানায়না তাই জামাকাপড়ের ক্ষেত্রে মাপটা মনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় একটি স্টেপবিভিন্ন ব্র্যান্ডের পোশাকের সাইজ আলাদা হয়ে থাকে তাই শপিং মলে গেলে জামাকাপড় কেনার আগে তা সেই স্টলের কাউকে দিয়ে মাপিয়ে নেওয়াই ভালোতারপরেও কিন্তু একবার ট্রায়াল দিয়ে নিতে ভুলবেন না!

 

টিপস ২

চলতি বছরে মহিলাদের ফ্যাশন ট্রেন্ডের মধ্যে ছিল ক্রপ টপ এবং হাই ওয়েস্ট জিন্সহাই ওয়েস্ট জিন্স সহজেই কিনতে পাওয়া যায় আর এর সাথে পছন্দ করে কিনে নিন ক্রপ টপ পায়ে থাকুক পছন্দ অনুযায়ী স্টিলেটো আর স্টিলেটো না নিতে চাইলে নিতে পারেন স্টাইলিশ স্নিকার্স

 

টিপস ৩ 

জিন্সের ক্ষেত্রে এখন সবচেওয়ে ভালো চলছে রিপড জিন্স| তারসাথে এইবছর  বয়ফ্রেন্ড জিন্সও যথেষ্ট ইন। এছাড়াও এইবছর ফ্যাশনে ইন হয়েছে কালো রঙের কিংবা ডিপ ব্লু রঙের ডেনিম। এর সাথে বেছে নিন পছন্দ অনুযায়ী টপ।একটু অন্যধারায় যেতে চাইলে ডাঙ্গরিও নিতে পারেন। আর এর সাথে অ্যাকসেসরিজ হিসেবে নিতে পারেন সরু বেল্ট

 

টিপস-৪

পুজোয় ওয়েস্টার্ন ড্রেস ট্রাই করতে চাইলে লিস্টের প্রথমদিকে রাখুন ওয়ান পিসকে। বেশকিছুদিন আগে ওয়ান পিস্ ট্রেন্ডে থাকলেও বর্তমান সময়েও তার জনপ্রিয়তা কমেনি। ফ্যাশন এক্সপার্টরা  জানাচ্ছেন, কমফোর্ট জোনের মধ্যে থেকেই সবরকম ড্রেস পরুন। যদি নি লেংথ-এর ওয়ান পিস্ পরতে সমস্যা না হয় তাহলে আপনি পরতেই পারেন। তবে এই ক্ষেত্রে আপনি কোন সময় সেই ড্রেসটি পরছেন তার উপর নির্ভর করে ড্রেসের রং বাছুন। এক্সপার্টদের কথা অনুযায়ী, এই বছর আকাশি, বটল গ্রিন এবং পিচ রং এইবছর যথেষ্ট ইন। নিজেকে একটু অন্যরকম দেখাতে চাইলে পরতে পারেন ফ্লোরাল প্রিন্টের ওয়ান পিস্। সেটিও এই বছর বেশ ট্রেন্ডে রয়েছে।

 

টিপস ৫

এইবছর পুজোতে ওভারসাইজ জামাকাপড় বেশ ইন। অন্যধারায় হাঁটতে চাইলে এই পুজোতে ট্রাই করতেই পারেন ওভারসাইজ টি-শার্ট।ফ্যাশন এক্সপার্টরা জানাচ্ছেন, জিনসের সাথে ইন করে পরলে বেশ ট্রেন্ডি লাগে। এর সাথে আপনি পরতে পারেন পছন্দের স্নিকার্স।

 

টিপস ৬

পুজোর সময় অনেকেই আছেন যারা ট্র্যাডিশনাল ড্রেস পরতে বেশি পছন্দ করেন।তাদের কথা মাথায় রেখে এক্সপার্টরা জানাচ্ছেন, গত কয়েক বছর ধরেই হ্যান্ডলুম শাড়ি ফ্যাশনে ইন। পরতে এবং ক্যারি করতে দুইই সহজ এই শাড়ি।নানাধরণের হ্যান্ডলুম শাড়ি বাজারে উপলব্ধ। হ্যান্ডলুম তাঁত থেকে শুরু করে হ্যান্ডলুম সিল্ক। পছন্দ অনুযায়ী বেছে নিন হ্যান্ডলুম শাড়ি। এর সাথে জুয়েলারির জন্য বাছতে পারেন টেরাকোটার জুয়েলারি কিংবা জাঙ্ক জুয়েলারি

তাহলে আর চিন্তা কিসের? এই পুজোয়  কোন ড্রেস ইন জানলেন সেটা। আর তার সাথে এক্সপার্টরা দিলেন কিছু টিপস। তাহলে আর চিন্তা না করে শুরু করে দিন শপিং আর এই পুজোয় হয়ে উঠুন সকলের সেন্টার অফ দি অ্যাট্রাকশন।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...