পার্টি হোক বা বিয়েবাড়ি। সকলের মধ্যমনি হয়ে ওঠার বাসনা সকল নারীর মধ্যেই থাকে। বিশেষ দিনটির জন্য পছন্দের শাড়িটি আগে থেকেই তুলে রাখা থাকে। অনুষ্ঠানের দিন পছন্দের শাড়ী বা ড্রেস পরে জমকালো মেকআপ করে পার্টির মধ্যমনি হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু জানা আছে কি চকচকে জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি? তাই এখন ড্রেস বা শাড়িতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে 'সেকুইন'। সেকুইন হলো ডিক্সের শেপের একধরণের বিড যা মূলত ড্রেস বা শাড়িতেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। সেকুইন চকচকে ধাতব জিনিস থেকে তৈরী হয়ে থাকে। বর্তমানে যদিও সেকুইন প্লাস্টিক থেকে তৈরী হচ্ছে কিন্তু বেশ কিছু বছর আগে এই সেকুইন তৈরী হতো ধাতব জিনিস থেকেই। সেকুইনের মাঝে থাকে একটি ছিদ্র যেখান দিয়ে সুঁচ সুতো দিয়ে পোশাকের মধ্যে সেলাই করা যায়।
সিন্ধু সভ্যতার যুগেও এই সেকুইনের ব্যবহার প্রচলিত ছিল বলে জানা যায়। জানা গেছে, আরবি শব্দ 'সিক্কা' থেকেই উদ্ভব হয়েছে সেকুইনের নাম। প্রথম দিকে সেকুইন তৈরী হতো সোনা, রুপা প্রভৃতি মূল্যবান ধাতু থেকে। সেইসময় পোশাকের মধ্যে তখনকার দিনের প্রচলিত মুদ্রাও সেলাই করে ব্যবহার করতে দেখা যেত। সেসব জিনিস কেনা তখন জনসাধারণের আয়ত্ত্বে ছিল না।সেইসময় সেকুইনের তৈরী জিনিসের উপর একচেটিয়া অধিকার ছিল হয় রাজবংশের নাহলে সমাজের বিত্তশালী মানুষদের। সেইসময় সেকুইনের ব্যবহার ছিল আভিজাত্য তুলে ধরার অন্যতম একটি পথ। বলা হয়ে থাকে সিন্ধু সভ্যতার যুগের পর পোশাকে সেকুইনের ব্যবহার আর খুব একটা চোখে পড়েনি।
সম্প্রতি আবারও ফ্যাশন ট্রেন্ডে উপর দিকে উঠে এসেছে সেকুইনের তৈরী পোশাক। তবে তা আর ধাতব সেকুইন নয়। উচ্চ তাপমাত্রায় গলে যাওয়ার কারণে ধাতব সেকুইনের ব্যবহার লোপ পেতে শুরু করে। প্লাস্টিকের সেকুইনের মধ্যে নানা রঙের মিশ্রনের ফলে তৈরী হয় আধুনিক সেকুইন যার উপস্থিতি বর্তমানে নানা পোশাকেই দেখা যায়। রং ও টেক্সচার অনুযায়ী এই সেকুইনকে আবার অনেক ভাগে ভাগ করা যায় যেমন গ্লসি সেকুইন- এই ধরণের সেকুইন খুবই চকচকে প্রকৃতির হয়ে থাকে। আবার নানা রঙেরও হয়ে থাকে। এমন সেকুইনের ব্যবহার দেখা যায় মূলত পার্টি ড্রেস কিংবা ঝলমলে ভ্যানিটি ব্যাগে। এরপরেই আসে ম্যাট সেকুইনের নাম। মূলত মেটালের হয়ে থাকে। এইগুলি গ্লসি সেকুইনের মতো অতো চকচকে হয় না। তবুও পোশাকে এই সেকুইনের উপস্থিতি দেখতে বেশ লাগে। এরপরে আসে সেলফ কালার্ড সেকুইন।
সেকুইনের তৈরী পোশাক খুই ঝলমলে হয়ে থাকে। তাই এর সঙ্গে জমকালো সাজ বা মেকআপ একেবারেই যাবে না। সাজ হতে হবে একেবারে সিম্পল।