পূর্ব ভারতের তথ্যপ্রযুক্তি শিক্ষাক্ষেত্রে বেঞ্চমার্ক তৈরি করেছে এই প্রতিষ্ঠান

‘ডেডিকেশন’। ‘রিসার্চ’। ‘এডুকেশন’। ‘অ্যাডভান্সমেন্ট’। ‘মোটিভেশন’। ইংরেজি অভিধানের এই পাঁচ শব্দকে মূল মন্ত্র করেই গড়ে উঠেছে ড্রিম ইন্সটিটিউট অফ টেকনোলজি। প্রতিষ্ঠাতা সরকার ট্রাস্ট। পূর্ব ভারতের  তথ্যপ্রযুক্তি শিক্ষাক্ষেত্রে বেঞ্চমার্ক তৈরি করেছে এই প্রতিষ্ঠান। কলকাতার বেসরকারি এঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে অন্যতম সেরা ড্রিম ইন্সটিটিউট অফ টেকনোলজি যে কোর্স করায় তা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত।

কলকাতার ঠাকুরপুকুর অঞ্চলে প্রায় ১০ একর জমির ওপর সবুজে সবুজ ক্যাম্পাস, ছাত্রছাত্রীদের মনের দরজা খুলে দেয়। শিক্ষা ও গবেষণার পরিবেশ বিশ্বমানের। লাইব্রেরি এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সুবিধা আছে। আর আছেন স্বনামধন্য শিক্ষক-অদ্যাপকরা। ছাত্রাছাত্রীদের বিষয়মুখী শিক্ষায় ছাত্রছাত্রীদের মনন ও বৌদ্ধিক বিকাশে নিরসল তাঁরা। বন্ধু এবং অভিভাবক সুলভ ভাবনায় যত্নে গড়ে তুলছেন ভবিষ্যতের চারাগাছদের।

সম্প্রতি শিক্ষক দিবস উপলক্ষ্যে তাঁদের সম্মান জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মূল ক্যাম্পাসে। ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে দৃশ্যতি মধুর হয়ে ওঠে উদযাপনের মুহূর্তরা

এটা শেয়ার করতে পারো

...

Loading...