যাদবপুরেই তৈরি হচ্ছে প্রতিরক্ষা দফতরের গবেষণা উন্নয়ন ল্যাবরেটরি

যাদবপুরেই আস্থা রাখল কেন্দ্র | কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বা সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার পথে নেমেছে যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সেখানেই প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা দফতর| উত্কর্ষ ও মেধার ভিত্তিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিকে টেক্কা দিয়ে প্রতিরক্ষা দফতরের  এই গুরুত্বপূর্ণ কর্মকান্ডের অংশীদার হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়| দিল্লি সুত্রে খবর, ভারতের কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) মোট পাঁচটি ল্যাবরেটরি তৈরি করবে , যার প্রত্যেকটি ভবিষ্যত প্রযুক্তির মূল ক্ষেত্রে বিশেষজ্ঞ হবে। এই পরীক্ষাগারগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, জ্ঞানীয় প্রযুক্তি, প্রযুক্তি এবং স্মার্ট মেটেরিয়ালসের ওপর গবেষণা চালানো হবে | প্রতিরক্ষা সুত্রে খবর যুদ্ধের লড়াইয়ের পদ্ধতি বদলে দেবে এমন অসম প্রযুক্তির নতুন দিশা খুজতে ব্যবহার করা হবে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে |ল্যাবরেটরি বানানোর জন্য খরচ করা হবে ১০০ কোটি টাকা | বাকি চারটি ল্যাব তৈরি হবে বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, কলকাতা এবং হায়দরাবাদে| এই প্রতিটি ল্যাবরেটরিতে ভবিষ্যত প্রতিরক্ষা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ উন্নত প্রযুক্তিকে সঙ্গে রেখে কাজ করা হবে| উন্নত ও ভবিষ্যত প্রযুক্তিতে কাজ করার জন্য এই সব ল্যাবরেটরি স্থাপন করতে চলেছে  ডিআরডিও| আগামীদিনে প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নিচ্ছে প্রতিরক্ষা দফতর |ডিআরডিওর অধীনে বর্তমানে ৫১টি ল্যাবরেটরি । এই ল্যাবরেটরিগুলিতে প্রতিরক্ষা দফতরকে শক্তিশালী গড়তে  , ইলেকট্রনিক ও কম্পিউটার সায়েন্স, মানবসম্পদ উন্নয়ন, জীবন বিজ্ঞান, সামগ্রী, মিসাইল, যুদ্ধযান উন্নয়ন ও নৌগবেষনার সমস্ত প্রযুক্তিগত বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়| এই সংস্থায় প্রায় ৫০০০ জন বৈজ্ঞানিক ও প্রায় ২৫,০০০ প্রযুক্তিগত ও সহায়তাকারী কর্মচারী নিযুক্ত রয়েছেন

এটা শেয়ার করতে পারো

...

Loading...