অসুস্থ বিগ বি, যোগ দেবেন না জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে

অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারবেন না জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে| টুইট করে নিজেই একথা জানালেন অমিতাভ বচ্চন| জ্বরে কাবু হয়ে পড়েছেন, তাই ডাক্তারের পরামর্শ মত বাইরে কোথাও বেরোচ্ছেন না তিনি| গতকাল তিনি তার টুইট বার্তায় ভক্তদের জানিয়েছেন, "জ্বরে আক্রান্ত ..! ভ্রমণের অনুমতি নেই .. আগামীকাল দিল্লিতে জাতীয় পুরষ্কারে অংশ নিতে পারব না, দুঃখিত, আফসোস হচ্ছে .. "                                     সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে দাদাসাহেব ফালকে পুরষ্কারে ভূষিত হওয়া অভিনেতা অমিতাভ বচ্চন এর হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর| সঙ্গে থাকবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকার|                                  এর আগে, দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার খবরে ধন্যবাদ দিয়ে  উচ্ছসিত অমিতাভ একটি নোট লিখেছিলেন: এই সম্মানের উপযুক্ত কোনো ভাষাই যথেষ্ট নয়| এই পুরস্কার পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং এর জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা মনের মধ্যে যা চলছে তা কখনই ভাষায় প্রকাশ করা যাবে না |                                   এর আগেও অমিতাভ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে নভেম্বর মাসে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তাঁকে কয়েক দিনের জন্য মুম্বাইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও ধারণা করা হয়েছিল যে তিনি লিভারের অসুস্থতার কারণে সেখানে ছিলেন, কিন্তু পরে তাঁর প্রতিনিধি স্পষ্ট করে জানিয়েছিলেন যে এটি একটি রুটিন চেকআপ ছিল|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...