আবার শহরের রাস্তায় ফিরছে ডাবল ডেকার বাস

 

বাঙালির নস্টালজিয়া যে ক'টি বিষয়কে কেন্দ্র করে আন্দোলিত হয়, তার মধ্যে যদি অন্যতম হয় শহরের প্রাচীন যানবাহন ট্রাম বা ঘোড়ার গাড়ি, তার সঙ্গেই চলে আসবে আর একটি যে বাহনের নাম, তা হল ডাবল ডেকার বাস।

              এই ডাবল ডেকার বাস-কে ঘিরে বাঙালির যে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, তার ইয়ত্তা নেই। যদি আবার শহরের রাস্তায় ডাবল ডেকার বাসের দেখা মেলে, তাহলে কেমন হয়? হ্যাঁ। এমনটাই হতে চলেছে। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই কলকাতার রাস্তায় দেখা যেতে পারে বেশ কিছু ডাবল ডেকার বাস। তবে সেই বাস রুটের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পরিবহন দফতর সূত্রে খবর, পুরোনো কলকাতার হাতে টানা রিকশা, অ্যাম্বাসাডার, কালো-হলুদ ট্যাক্সি, ট্রামের মত ডাবল ডেকার বাস ছিল শহরের অন্যতম যানবাহন। সেটিকে আবার ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে।

             আসলে, এই দোতলা বাসগুলি ক্লাসিক এবং মডার্ন-এর খুব সুন্দর কম্বিনেশন। তবে বর্তমানে যখন আবার দোতলা বাস আনা হবে, তখন তার কিছু পরিবর্তন করা হবে যুগের সঙ্গে তাল মেলানোর জন্য, এমনটাই জানা গিয়েছে। বর্তমানে ইকো পার্কে একটি ডাবল ডেকার বাস রাখা হয়েছে এবং সেটি চাহিদা মত চালানোও হয়। একজন আধিকারিকের বক্তব্য অনুযায়ী, দোতলা বাসে যাত্রাসূচি সম্বলিত বোর্ড থাকবে, সিট বেল্ট লাগানোর ব্যবস্থা করা হবে যাত্রীদের সুরক্ষার্থে, সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হবে, অটোমেটিক দরজার ব্যবস্থা করা হবে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হবে। এগুলির মধ্যে কিছু বাসের ডেক ঢাকা থাকলেও কিছু বাসের ডেক খোলা রাখা হবে যাত্রীদের আকর্ষণের জন্য। দফতর সূত্রের খবর, ছাদ খোলা বাসগুলিকে পর্যটনের ক্ষেত্রে ব্যবহার করা হবে।

              প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২৬ সালে প্রথম শ্যামবাজার থেকে কালীঘাট মন্দির পর্যন্ত এই ডাবল ডেকার বাস শহরের রাস্তায় চলতে শুরু করে। তারপর বলাই বাহুল্য,তা শহরবাসীর মন জয় করে নেয়।

  আশা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক চললে আগামী ডিসেম্বর মাসেই ২টি বাস শহরের রাস্তায় চলতে দেখা যাবে| রাজ্যের পরিবহন সম্পাদক লন্ডনে গিয়ে সেখানকার ডাবল ডেকার বাসের চালচিত্র দেখে এসেছেন| সেইমতোই এখানকার বাসগুলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে| তবে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে, শহরের মানুষ এই বাসের প্রতি কতটা আগ্রহী, তার ওপর বিবেচনা করে আরও বাস চালানোর কথা ভাবা হবে| আপাতত ২টি বাস দিয়ে শুরু করে পরে ৪টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে| আর এই মুহুর্তে বাসের সংখ্যা বাড়ানো হবেনা| এখনো পর্যন্ত বাসগুলির রুট নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি| ফ্লাইওভারে এই বাসগুলি চালানি আশঙ্কাজনক| তাই বুঝে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী|   

এটা শেয়ার করতে পারো

...

Loading...