বিনিয়োগ নিয়ে আলোচনার জন্যই ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যেই ভারত সফর করবেন তিনি, এমনটাই আগাম খবর পাওয়া যাচ্ছে| সেকারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার দিল্লির আইটিসি মৌর্য হোটেলের প্রেসিডেন্ট স্যুটটি ২১-২৪ ফেব্রুয়ারির পর্যন্ত বুক করে রেখেছে| এর আগেও ভারত সফরে এসে বারাক ওবামা এবং বিল ক্লিনটন সহ অন্যান্য মার্কিন রাষ্ট্রপতিরা আইটিসি মৌর্য্যতেই উঠেছিলেন| টানা ৪ দিন হোটেল বুক করার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট-এর ভারতে আসার সম্ভাবনা জোরালো হয়েছে|
৪ দিনের ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আহমেদাবাদে একটি যৌথ জনসভায় অংশ নেবেন| যদিও এই কর্মসূচিটি এখনও চূড়ান্ত বলে ঘোষণা করেনি হোয়াইট হাউস| তবে মোদির সঙ্গে ট্রাম্পের একদিনের সাক্ষাতটি মোদী-ট্রাম্পের বন্ধুত্বের সোহার্দ্যমূলক প্রচারের অংশ বলে মনে হলেও মূলত এটি বানিজ্যিক সফরে পরিনত হতে পারে বলে মনে করছে কুটনৈতিক মহল| ট্রাম্প হ্যান্ডলারদের মতে, ভারতে ‘হাউডি ট্রাম্প’ জাতীয় অনুষ্ঠান আয়োজিত হলে আগামী নির্বাচনে প্রেসিডেন্টের লাভ হতে পারে। তার কারণ আমেরিকা এবং ইউকে-তে ভারতীয় বংশোদ্ভূতদের একটা বড় ভোট ব্যাঙ্ক আছে।
ট্রাম্প সফরের সঙ্গে জড়িত কর্মকর্তারা অবশ্য বলেছেন যে, ট্রাম্পের ভারত সফরের মূল বিষয়টি একাধিক বাণিজ্য চুক্তি হবে বলে আশা করা হচ্ছে এবং এই দুই নেতা চিন, ইন্দো-প্যাসিফিক, আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের উদ্ভূত সন্ত্রাস নিয়েও আলোচনা করবেন। তারা আরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি) স্কিম পুনরুদ্ধারের প্রস্তাব দিতে পারে ভারত| মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্কিমটি ৫.৬ বিলিয়ন ডলার পর্যন্ত রফতানিতে শুল্কের পরিমান শূন্য হওয়ার ছাড় দেয়। জিএসপি প্রত্যাহারের পরে ভারত তার আমদানি শুল্ক ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাণিজ্য ঘাটতি মেটাতে ভারত প্রায় ৬ বিলিয়ন ডলার মূল্যের কৃষিজাত পণ্য আমেরিকার থেকে কিনুক | নয়াদিল্লি এই চুক্তি সম্পাদনের জন্য তার বিনময়ে তেল বা শেল গ্যাসের বিষয়ে আশ্বাস পেতে চায়।