আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের শীর্ষকর্তা হিসেবে বেছে নিলেন ভারতীয়-মার্কিন কম্পিউটার বিজ্ঞানী সেতুরামন পঞ্চনাথনকে। আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, সেই দেশের একটি সংস্থা যেটি চিকিৎসা সংক্রান্ত বিষয় বাদে এ দেশের যাবতীয় গবেষণা ও বিজ্ঞান শিক্ষায় সরকারকে সাহায্য করে বলে জানান হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ডিরেক্টর কেলভিন দ্রোগেমিয়ার।
২০১৪ সালে জাতীয় বিজ্ঞান বোর্ডের কৌশল সংক্রান্ত কমিটিতে পঞ্চনাথন নিযুক্ত হয়েছিলেন। তিনি নতুনত্ব উদ্যোক্তা সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও কাজ করেছেন। জাতীয় বিজ্ঞান বোর্ডের সদস্য হিসেবে ডঃ পঞ্চনাথন যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। তাঁর দায়বদ্ধতা, সৃজনশীলতা এবং বিষয়ের প্রতি গভীরতা তাঁর কাজকে আলাদা মাত্রায় নিয়ে গেছে। এই নতুন দায়িত্ব পেয়ে ৫৮ বছর বয়সী সেতুরামন জানিয়েছেন, তিনি যথেষ্ট সম্মানিত বোধ করছেন। বর্তমানে তিনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির এগজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও চিফ রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসার হিসেবে কাজ করছেন। গবেষণায় তাঁর যে অগাধ পরিসর, সেই কারণেই তিনি এই মর্যাদাপূর্ণ পদ পেয়েছেন।
সেতুরামন পদার্থবিদ্যায় স্নাতক হন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৮১ সালে। ১৯৮৪ সালে বেঙ্গালুরুর আইআইএসসি থেকে তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। এছাড়াও ১৯৮৬ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেন মাদ্রাজ আইআইটি থেকে এবং ১৯৮৯ সালে কানাডার ওটাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করেন।