Donald Trump: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ট্রাম্প।

 

হাইলাইটসঃ
১। আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসলেন ডোনাল্ড ট্রাম্প
২। ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন
৩। এই নিয়ে দ্বিতীয়বার তিনি আমেরিকার প্রেসিডেন্ট

 

শৈত্যপ্রবাহের কারণে ক্যাপিটল ভবনের ভিতরে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ওইদিন প্রথা মেনেই উত্তরসূরিকে ক্ষমতা হস্তান্তর করেন জো বাইডেন। শপথ গ্রহণের সময় ট্রাম্পের এক হাত উপরে তোলা ছিল, আর অন্য হাত ছিল মায়ের দেওয়া বাইবেলে।

আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েই একাধিক ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির কথা বলেছেন। এছাড়াও, ভাষণে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার করেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা। ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। ট্রাম্পের সঙ্গে তাঁদের ছবি প্রকাশ্যে এসেছে। ট্রাম্পকে তাঁরা অভিনন্দন জানিয়েছেন।

তবে ক্যাপিটল ভবনের ভিতরে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন হওয়ার কারণে বিপুল পরিমাণ সাধারণ মানুষ সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। জানা গেছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ২.২০ লক্ষ মানুষ টিকিট কেটেছিলেন। কিন্তু ক্যাপিটল ভবনের ভিতরে ৭০০-র বেশি মানুষের বন্দোবস্ত নেই। তাই বাকিদের জন্য অন্যত্র বড় স্ক্রিন বসিয়ে সেখানে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...