মালিকের ডায়মন্ড রিং খেয়ে ফেললো পোষ্য

 

বাড়িতে পোষ্য রাখতে সকলেই কমবেশি ভালবাসেন| অনেকসময়ে পোষ্যের দুষ্টুমিতে নাজেহাল হতে হয় মালিককে| সম্প্রতি এরকমই একটি ঘটনার সাক্ষী দক্ষিণ আফ্রিকার পেপার নামক এক ছোট্ট পোষ্য| কিন্তু পোষ্য  ছোট হলে কি হবে? সম্প্রতি এক অদ্ভুত কান্ড ঘটিয়ে নেটদুনিয়ার নতুন সেনসেশন হয়ে উঠেছে সে| না, পেপার নামক সেই সারমেয় বেশি কিছুই করেনি| সে শুধুমাত্র তার মালিকের এনগেজমেন্ট রিংটি গলাধঃকরণ করেছে| যার প্রমান পাওয়া গেছে তার পাকস্থলীর এক্স-রে করার পর|

জানা গেছে, আংটি খেয়ে ফেলার পরেই পেপারকে প্রিটোরিয়ার ভ্যালি ফার্ম পশু হাসপাতালে ভর্তি করা হয়| সেই হাসপাতালের তরফ থেকেই সারমেয়টির পাকস্থলীর এক্স-রে রিপোর্টটি সামনে আনা হয়| অদ্ভুত এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ| হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, এক্স-রে রিপোর্টে স্পষ্টভাবেই পেপারের পাকস্থলীর ভিতর আংটির অবস্থান দেখা যাচ্ছিল| এরপরেই চিকিত্সকেরা তাকে বমি করার ওষুধ দেয় যাতে আংটিটি পাকস্থলী থেকে বেরিয়ে আসে| জানা গেছে, এই পদ্ধতির অবলম্বনেই শেষ পর্যন্ত পেপারের পেট থেকে বের করা গেছে ডায়মন্ডের আংটিটি|

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই সেখানে বয়ে যায় কমেন্টের বন্যা| বেশিরভাগ মানুষই সারমেয়র শরীর কেমন আছে তা জানতে চান| তবে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ সুস্থ আছে সেই সারমেয়|আর আংটিটিও ফেরত পেয়েছেন তার মালিক|

এটা শেয়ার করতে পারো

...

Loading...