প্রথমে চেন্নাইয়ের বিরুদ্ধে, দ্বিতীয় মুম্বইয়ের বিরুদ্ধে আর এবার হায়দ্রাবাদের কাছে হার। জয়ের ভাগ্য যেন কিছুতেই ফিরছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিরাট কোহলিকে। তাই দলের স্বার্থের কথা ভেবে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বিগত বেশ কিছু আইপিএলে ভাল দল তৈরী করলেও তেমন ভাবে নিজেদের মেলে ধরতে পারি নি কোহলি ব্রিগেড। কোথাও না কোথাও গিয়ে বার বার ফাঁক ধরা পড়েছে তাদের ব্যাটিং ও বোলিং বিভাগে। এই আইপিএলেও তার ব্যাতিক্রম হয় নি। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৭০ রান, দ্বিতীয় ম্যাচে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল তারা, কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তে সেই ম্যাচ ও হাতছাড়া হয় কোহলি বাহিনীর, তৃতীয় ম্যাচে ১১৮ রানে হারার পর এই সিদ্ধান্ত নেন কোহলি। এমন কি তার জায়গায় যুজবেন্দ্র চ্যাহেলকে নতুন অধিনায়ক বানানোর আর্জি জানান তিনি। তবে টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক বদলের ব্যাপারে কিছু স্পষ্ট না জানালেও কার্যত ধরেই নেওয়া যেতে পারে যে কোহলি অধিনায়কত্ব ছাড়ছেন।