১৮৯৮ সালে তোলা একটি সাদাকালো ছবি| আর সেই ছবি নিয়েই ঘনাছে রহস্য তাও আবার কিনা বিজ্ঞানমহলে| কারণ, ১২১ বছর আগেকার একটি ছবির সাথে হুবহু মিল রয়েছে বর্তমানের ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ১৬ বছর বয়সী গ্রেটা থুনবার্গের| আর তাতেই ঘটেছে বিপত্তি| তাহলে গ্রেটা কি আসলে সময় পরিভ্রমণকারী বা সহজ ভাষায় যাকে বলে টাইম ট্রাভেলার?
সম্প্রতি, সকলের সামনে এসেছে ১২১ বছর আগে তোলা সোনার খনির একটি চিত্র যেখানে বসে কাজ করতে দেখা যাচ্ছে হুবহু গ্রেটার মত দেখতে এক কিশোরীকে| ছবিটি প্রকাশ্যে অসার পর থেকে সকলের মনেই ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, তাহলে কি সবচেয়ে কনিষ্ঠ এই ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আসেল অতীত থেকে বর্তমানে ফিরে এসেছেন ভবিষ্যতকে বাঁচানোর জন্য? প্রশ্নটি শুনে অস্বাভাবিক মনে হলেও এই প্রশ্নটিই এখন ঘুরছে সকলের মনে|
ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন-এর আর্কাইভ থেকে পাওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে তিনটি শিশু কুয়ো থেকে জল তুলছে| তাদের মধ্যেই একজনকে দেখতে সম্পূর্ণ গ্রেটার মতই| ১২১ বছর আগেকার মেয়েটির সাথে চোখ থেকে শুরু করে মুখমন্ডলের মিলের সাথে সাথে অভিব্যক্তিরও যথেষ্ট মিল রয়েছে গ্রেটার| প্রসঙ্গত, গ্রেটা হচ্ছেন ১৬ বছর বয়সী একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইনরক্ষকদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের দিকেই আঙুল তুলেছিলেন পরিবেশ নষ্ট করার মধ্যে দিয়ে ছাত্রদের ভবিষ্যত নষ্ট করার জন্য|