উত্তমকুমারের ৩৮তম মৃত্যুবার্ষিকীর পর মুক্তি পেলো তার জীবনী নিয়ে তৈরী একটি ডকু ফিচার 'যেতে নাহি দিব'-র মিউজিক। ডকু ফিচারটির মূল বিষয় গড়ে উঠেছে মহানায়কের জীবনী নিয়ে। এই ছবির পরিচালনা করেছেন প্রবীর দে| এই গল্প দর্শকদের দেখাবে ও শোনাবে মহানায়কের জীবনের বহু অজানা কথা।
মহানায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে। এই ছবিতে সুপ্রিয়া দেবীর চরিত্রে দেখা যাবে মল্লিকা সিনহা রায়কে। অভিনেতা মহানায়কের সাথে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই এই ১ঘন্টা ৫৬মিনিটের ছবি। এই ছবিতে ১৯৪০ সালের পরের মহানায়ককে তুলে ধরা হয়েছে। তার পারিবারিক জীবন, অভিনয় জীবন, স্টুডিওতে টেকনিশিয়ানদের সাথে তার নিবিড় সম্পর্ক সবই এই ছবিতে তুলে ধরা হয়েছে। অন্যদিকে সুপ্রিয়া দেবীর চরিত্রটি এখানে দুটি বয়সে দেখানো হয়েছে। এছাড়াও এই ছবিতে পিউ পাল, শকুন্তলা বড়ুয়া। পায়েল রায়, দুলাল লাহিড়ী, স্বস্তিকা দত্ত, সৈকত মিত্রকে দেখা যাবে। ছবিটিতে মহানায়কের ছবির একটি গানই রয়েছে 'নীড় ছোট ক্ষতি নেই '। আশা করা যায় যে আগামী মাসের ৭-তারিখ এই ছবিটি নন্দনে দেখার সুযোগ হবে।