হিমালয়ের কোলে পাউরি গাদোওয়াল অঞ্চলের অন্তর্গত গ্রাম মতিবাগ। সেই গ্রামে থাকেন বিদ্যা দত্ত শর্মা। তিরাশি বছর বয়সী এই মানুষটি পেশায় কৃষক। বিদ্যা দত্ত ক্ষেতে ফসল ফলান। আবার কবিতাও লেখেন। নিজের গ্রামে, পিতৃপুরুষের পেশায় থাকার জন্য ছেড়ে ছিলেন সরকারী চাকরি। তার জীবন সংগ্রাম কে তথ্য চিত্রের আকার দিয়েছেন পরিচালক নির্মল চন্দ্র । সেই ছবি এবার অস্কারের মঞ্চে।
আজকের প্রজন্ম আর গ্রামে থাকতে চাইছে না। তারা বেশিভাগ শহর মুখী। অনেকেই শহরে গিয়ে আর ফিরে আসতে চায় না পিতৃ পুরুষের মাটিতে। শিকড়ের টান সেভাবে কাজ করে না তাদের ভাবনায়। সেই বিষয়টি উপস্থাপিত করা হয়েছে ‘মতিবাগ’ ছবিটিতে।
কেরালায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয় ছবিটি।
यह अत्यंत गर्व का विषय है कि पौड़ी के एक किसान विद्यादत्त जी के जीवन संघर्ष पर बनी डॉक्युमेंट्री फिल्म #मोतीबाग का चयन ऑस्कर अवार्ड के लिए हुआ है। मैं फिल्म के निर्देशक निर्मल चंद्र डंडरियाल को इस सुधी प्रयास के लिए हार्दिक बधाई व शुभकामनाएं देता हूं। pic.twitter.com/d9nJ5Xqht3
— Trivendra Singh Rawat (@tsrawatbjp) September 17, 2019
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র সিং রাওয়াত অভিনন্দন জানিয়েছেন পরিচালককে। আধুনিক প্রজন্মের কাছে আবেদন রেখেছেন নিজের মাটি, সম্প্রদায়ের সমাজ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার। ‘মতিবাগ’ ছবিটি এই প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।